৫ মাসে দ্বিতীয়বার, ভাড়া বাড়ছে রেলের, লোকাল ও মান্থলি ভাড়া অপরিবর্তিত
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাত্র পাঁচ মাসের মধ্যে রেলের যাত্রী ভাড়া পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্রের মোদি সরকার। ‘সামান্য’ হলেও গত ১ জুলাই রেলের যাত্রী ভাড়া বৃদ্ধি করেছিল কেন্দ্র। রবিবার ফের রেলমন্ত্রক জানিয়ে দিল, আগামী ২৬ ডিসেম্বর থেকে যাত্রী ভাড়ায় পরিবর্তন করা হচ্ছে। অবশ্য এবারও রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নামমাত্র’ ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এতে রেলের সাধারণ যাত্রীদের পকেটে চাপ পড়ার কোনও আশঙ্কা নেই। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে রেলের ক্রমাগত খরচ বৃদ্ধিকেই হাতিয়ার করেছে মন্ত্রক। ‘সামান্য’ ভাড়া বৃদ্ধি থেকে অবশ্য শুধুমাত্র চলতি বছরেই রেলের আয় হতে চলেছে প্রায় ৬০০ কোটি টাকা।
রবিবার রেল বোর্ড জানিয়েছে, শহর ও শহরতলির লোকাল ট্রেন, অর্থাৎ সাবার্বান ট্রেনের ভাড়ায় কোনওরকম পরিবর্তন করা হচ্ছে না। অপরিবর্তিত থাকছে মান্থলি সিজন টিকিটের মূল্যও। তবে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের এসি এবং নন-এসি ক্লাসের যাত্রীদের আগামী ২৬ ডিসেম্বর থেকে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে বাড়তি ভাড়া গুণতে হবে। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে? যেমন, দিল্লি থেকে কলকাতার রেলপথে দূরত্ব কমবেশি দেড় হাজার কিলোমিটার। সেক্ষেত্রে এই রুটের যাত্রীদের অতিরিক্ত প্রায় তিন হাজার পয়সা বা ৩০ টাকা ভাড়া দিতে হবে। আবার কলকাতা থেকে উত্তরবঙ্গের রেলপথে দূরত্ব কমবেশি ৬০০ কিলোমিটার। এক্ষেত্রে এসি এবং নন-এসি ক্লাসের যাত্রীদের অতিরিক্ত প্রায় ১ হাজার ২০০ পয়সা, অর্থাৎ ১২ টাকা ভাড়া মেটাতে হবে। একইভাবে দিল্লি থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমবেশি দু’হাজার কিলোমিটার। এক্ষেত্রে অতিরিক্ত প্রায় চার হাজার পয়সা বা ৪০ টাকা ভাড়া গুণতে হবে সংশ্লিষ্ট রেল যাত্রীদের। এদিন রেল জানিয়েছে, ২১৫ কিলোমিটার পর্যন্ত ট্রেনের অর্ডিনারি ক্লাসের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। তারপর থেকে প্রতি কিলোমিটারে এক পয়সা করে যাত্রী ভাড়া বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে রেলের ভাড়ায় যে পরিবর্তন হয়েছিল, তাতে মেল, এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসে প্রতি কিলোমিটারে এক পয়সা করে
ভাড়া বেড়েছিল। তা এবার বৃদ্ধি পেয়ে প্রতি কিমিতে দু’পয়সা করা হচ্ছে। সেইসময় ট্রেনের সেকেন্ড ক্লাস অর্ডিনারি শ্রেণিতে প্রথম ৫০০ কিমি পর্যন্ত কোনও ভাড়া বৃদ্ধি পায়নি। স্লিপার ক্লাস অর্ডিনারি এবং ফার্স্ট ক্লাস অর্ডিনারি শ্রেণিতে প্রতি ২ কিামি এক পয়সা ভাড়া বেড়েছিল।
এবার সার্বিকভাবেই ট্রেনের অর্ডিনারি শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত ‘মাপকাঠি’ রাখা হয়েছে। অর্থাৎ, সাধারণ মধ্যবিত্ত রেল যাত্রীদের পকেটে চাপ পড়ছেই। খরচ বৃদ্ধির প্রসঙ্গে রেল এদিন জানিয়েছে, ‘ম্যানপাওয়ার কস্ট’ বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ‘পেনশন কস্ট’ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরে সামগ্রিক পরিচালনগত খরচ বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা।