• ঘুষ কাণ্ডে গ্রেফতার সেনা আধিকারিক
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: বেসরকারি প্রতিরক্ষা সংস্থার থেকে ঘুষ নিয়ে তার বিনিময়ে নানা সুযোগ-সুবিধাও পাইয়ে দিয়েছেন। এরকম কিছু অভিযোগের তদন্তে নেমে লেফটেন্যান্ট কর্নেল দীপককুমার শর্মা নামে এক সেনা আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ ২ কোটি ২৩ লক্ষ টাকা। এছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর শাগরেদ বিনোদ কুমারকে। দীপকের স্ত্রী কর্নেল কাজল বালিও এই মামলায় অন্যতম অভিযুক্ত। কাজলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ১০ লক্ষ টাকা। বৃহস্পতিবার দীপককে ৩ লক্ষ টাকা পৌঁছে দেওয়ার সময় বিনোদকে হাতেনাতে ধরে ফেলেন সিবিআই আধিকারিকরা। দু’দিন ধরে দীর্ঘ জেরার পর শনিবার দীপক ও বিনোদকে গ্রেফতার করা হয়। তাঁদের ২৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা শাখায় আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন দীপক। তাঁর স্ত্রী কর্নেল কাজল বালি রাজস্থানের গঙ্গানগরের ১৬ ইনফ্যান্ট্রি ডিভিশনে কমান্ডিং অফিসার। সিবিআই সূত্রে খবর, দুবাইয়ের একটি প্রতিরক্ষা সংস্থার প্রতিনিধি রাজীব সিং এবং রবজীত সিং বেঙ্গালুরুতে রয়েছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন দীপক। এদিকে, সেনা আধিকারিকের গ্রেফতারিতে প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরে বিবৃতি দিয়েছে। 
  • Link to this news (বর্তমান)