• আজই হরিয়ানায় পাশ হতে পারে নতুন বিশ্ববিদ্যালয় বিল, নজরে আল-ফালাহ
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • চণ্ডীগড়: হরিয়ানা বিধানসভায় পেশ হল বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। নতুন বিলে একাধিক কঠোর বিধির সংস্থান রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিচালন পর্ষদকে ভেঙে দেওয়া বা প্রশাসক নিয়োগ। সূত্রের খবর, শেষ মুহূর্তে কোনও সমস্যা না হলে সোমবারই বিধানসভায় এই বিল পাশ হয়ে যাবে। সম্প্রতি দেশজুড়ে জঙ্গিদের মেডিকেল মডিউলের ঘাঁটি হিসেবে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বসেই জঙ্গিরা তাদের কার্যকলাপ চালাত বলে অভিযোগ। পরে তদন্তে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও একাধিক অনিয়ম প্রকাশ্যে আসে। আল-ফালাহ কাণ্ডের জেরেই হরিয়ানার বিজেপি সরকার এই সংশোধনী বিল পাশ করাতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

    হরিয়ানা সরকার সূত্রে খবর, আল-ফালাহের সঙ্গে জঙ্গিদের সংশ্রবের বিষয়টি সামনে আসার পরেই ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে কী হবে, তা নিয়ে কার্যত অথৈ জলে পড়েছিলেন তাঁরা। এই ধরনের পরিস্থিতি এড়াতেই নতুন বিলে সরকারের হাতে বিশেষ ক্ষমতা দেওয়ার সংস্থান রাখা হয়েছে। হরিয়ানার উচ্চ শিক্ষামন্ত্রী মহিপাল ধান্দা জানিয়েছেন, বর্তমান আইনে কোনও বিশ্ববিদ্যালয়ে প্রশাসক বসানো যায় না। নতুন বিলে বলা হয়েছে, কোনও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠলে কোনও আধিকারিক বা কমিটি তদন্ত চালিয়ে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। তার ভিত্তিতে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ পাঠাবে সরকার। যদি তাতে সরকার সন্তুষ্ট না হয়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে তিন বছরের জন্য প্রশাসক নিয়োগ করা যাবে। সরকারি অনুমোদন ছাড়া কোনও কোর্সও চালু করা যাবে না। বিলে বলা হয়েছে, কোনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যদি দেশবিরোধী কাজের জন্য ব্যবহার করা হয়, তাহলে সরকার সেই বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করতে পারবে।
  • Link to this news (বর্তমান)