• ভদোদরায় প্রেমিককে দিয়ে বাবাকে খুন করাল কিশোরী
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • ভদোদরা: প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে চাননি বাবা-মা। তবুও বিয়েতে নাছোড় ছিল কিশোরী। তাই প্রেমিককে সঙ্গে নিয়ে তিনদিনে তিনবার বাবাকে খুন করার পরিকল্পনা করে সে। তবে প্রথম দু’বার পরিকল্পনা ভেস্তে যায়। বৃহস্পতিবার আসে ‘কাঙ্ক্ষিত সাফল্য’। গুজরাতের ভদোদরার পদরা গ্রামের বাসিন্দা ৪৫ বছরের শানা ছাবেদার খুনের কিনারা করে এমনটাই জানিয়েছে পুলিশ। ভদোদরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর থেকে বাবাকে খুন করার চেষ্টা শুরু করে ১৭ বছরের ওই কিশোরী। সেদিন বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়েছিল সে। তবে ওষুধ কার্যকর না হওয়ায় সেদিনের মতো খুনের পরিকল্পনা ভেস্তে যায়। পরদিন আবার মাকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়াতে গেলে তিনি বুঝতে পেরে আর তা পান করেননি। অগত্যা বৃহস্পতিবার খাবারের সঙ্গে অনেক বেশি পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এরপর প্রেমিকের সহায়তায় বাবাকে খুন করে সে। 

    শানার ভাই জানিয়েছেন, মার্চ মাসে ভাইঝিকে নিয়ে পালিয়েছিল অভিযুক্ত প্রেমিক রঞ্জিত ওয়াঘলে। শানার অভিযোগের ভিত্তিতে পকসো আইনে জেল খাটে বছরপঁচিশের ওয়াঘলে। জামিনে ছাড়া পেয়েই সে শানাকে খুন করার পরিকল্পনা করে। বিয়ের জন্য খুন পর্যন্ত করতে পিছপা হবে না বলে আগেই হুমকি দিয়েছিল ওয়াঘলে। তার হাত থেকে বাঁচাতে ভিতরের ঘরে মা ও মেয়েকে রাতে তালাবন্ধ করে ঘুমতে শুরু করেন শানা।  বৃহস্পতিবার বাবা-মা ঘুমিয়ে পড়েছে জানিয়ে ওয়াঘলেকে ডেকে নেয় কিশোরী। এরপর বন্ধু ভব্য বাসবকে নিয়ে কিশোরীর বাড়িতে হাজির হয় ওয়াঘলে। দু’জনে মিলে ঘুমন্ত শানাকে কুপিয়ে খুন করে। পুলিশ জানিয়েছে, তালাবন্ধ ঘর থেকে সেই দৃশ্য দেখে কিশোরী। ওয়াঘলে এবং বাসবকে গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে একসঙ্গে এত পরিমাণ ঘুমের ওষুধ তারা জোগাড় করল, পুলিশ তা খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)