চিল্লাই কালানের প্রথম দিনে তুষারপাতের সাক্ষী কাশ্মীর
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
শ্রীনগর: চিল্লাই কালান শুরুর প্রথম দিনই রবিবার প্রথম তুষারপাত হল কাশ্মীরে। বরফের চাদরে ঢাকা পড়েছে সোনমার্গ, গুলমার্গ সহ নানা এলাকা। রবিবারই কাশ্মীরে টানা ৪০ দিনের প্রবল শীতের পর্ব অর্থাৎ চিল্লাই কালানের সূচনা হল। ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে শীতের ঝোড়ো ব্যাটিং। এদিন ভূস্বর্গের উপরের দিকে অংশে তুষারপাত হলেও সমতলে হালকা বৃষ্টি হয়েছে। এর জেরে তাপমাত্রা আরও নেমেছে। তবে ডিসেম্বরে সবচেয়ে উষ্ণ রাতের সাক্ষী থাকল শ্রীনগর। রবিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি বেশি। এক্ষেত্রে গুলমার্গ ও পহেলগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ১.৫ ডিগ্রি ও ২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মেঘলা থাকার কারণে শ্রীনগরে তাপমাত্রা বেড়েছে। এদিন প্রতিকূল আবহাওয়ার জেরে শ্রীনগর বিমানবন্দরে মোট ১১টি উড়ান বাতিল হয়েছে। গত দু’মাস ধরে কাশ্মীরে তেমন বরফ পড়েনি। সেভাবে বৃষ্টির দেখাও মেলেনি। সামনেই বড়দিন ও নিউ ইয়ার। তাই চিন্তায় পড়ে গিয়েছিলেন স্থানীয়রা। তুষারপাতে শেষমেশ স্বস্তি মিলল।