টাঙ্গনের পাড়ে পিকনিকের অনুমতি মিলবে? আজ সিদ্ধান্ত নেবে প্রশাসন
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার বনাঞ্চল লাগোয়া স্পটগুলিতে পিকনিক বন্ধ করতে ইতিমধ্যে পোস্টার টাঙিয়ে দিয়েছে বনবিভাগ। কালিয়াগঞ্জ ব্লকের ধামজা ফরেস্ট ও হেমতাবাদ ব্লকের বাহারাইল ফরেস্টে এবছরও পিকনিক বন্ধ। দুই ফরেস্টেই পিকনিকের জন্য ঢুকতে পারবেন না মানুষ। এই পরিস্থিতিতে বিকল্প জায়গার খোঁজ করছে প্রশাসন। কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরের টাঙ্গন নদীর পাড়ে এবছর কি পিকনিকের অনুমতি দেওয়া হবে? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে শীতের মরশুমে পিকনিক প্রিয় মানুষের কাছে। কারণ, পিকনিকের পর টাঙ্গনের পাড়ে ভাঙা কাচ, প্লাস্টিক পড়ে থাকে। যা নিয়ে আপত্তি জানান স্থানীয়রা। দূষণ রুখতে এবার টাঙ্গনের পাড়ে পিকনিকের অনুমতি দেওয়া হবে কি না, সেনিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত। প্রধান ভরনা রায় বলেন, এখনও পিকনিকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৪ বছর ধরে বড়দিনের আগে থেকে রাধিকাপুরে টাঙ্গন নদীর পাড়ে ভিড় জমান কালিয়াগঞ্জ, হেমতাবাদ, বুনিয়াদপুর, গঙ্গারামপুরের মানুষ। পুরো পিকনিকের মরশুমে ভিড় লেগেই থাকে। রাধিকাপুরের একদিকে সীমান্ত। অপরদিকে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই টাঙ্গনের উপর দিয়ে ছুটে যায় বহু ট্রেন। ব্রিজের ওপর তৈরি হয়েছে সেল্ফি জোন। সবমিলিয়ে সীমান্তের এই গ্রাম এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে। যদিও নদীর পাড়ের দূষণ নিয়ে চিন্তিত এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন। প্রধান জানান, পিকনিকের পর নদীর পাড় জুড়ে কাচের বোতল, গ্লাস, থালা সব পড়ে থাকে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বাহারাইল ফরেস্টে পিকনিক বন্ধ রাখতে ফেস্টুন টাঙানো হয়েছে।-নিজস্ব চিত্র