• শীত জমিয়ে পড়তেই শিলিগুড়িতে বাড়ছে চুরি, পাকুরতলায় ফাঁকা বাড়িতে হাতসাফাই
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শীত জমিয়ে পড়তেই শিলিগুড়ি শহরে বাড়ছে চুরির ঘটনা। শহরের বাসিন্দাদের একাংশ শীতের আমেজ নিতে বা কোনও কাজে বাড়ি ফাঁকা রেখে যেতেই চোরের দল সেই সমস্ত বাড়িতে ঢুকে সামগ্রী চুরি করে চম্পট দিচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় এই তত্ত্ব সামনে এসেছে। এবারে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে শহরের গুরুত্বপুর্ণ এলাকা পাকুড়তলা মোড়ের একটি বাড়িতে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা।

    জানা গিয়েছে, পাকুড়তলা মোড় এলাকার বাসিন্দা বীরু বিশ্বাস আত্মীয়ের বাড়ি মাদারিহাটে কালীপুজো উপলক্ষ্যে শুক্রবার পরিবার নিয়ে গিয়েছিলেন। পরদিন শনিবার সেখান থেকেই বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে বাড়ির কিছু জিনিস দেখে সন্দেহ হয় গৃহকর্তার। এরপরেই রাতে মাদারিহাট থেকে বাড়ি ফিরে দেখতে পান বাড়ির মূল গেটের তালা ভাঙা রয়েছে। ঘরে ঢুকে তিনি দেখতে পান বাড়ির সবকটি আলমারি তছনছ অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে থাকা নগদ টাকা, সোনা ও রূপোর অলঙ্কার থেকে শুরু করে একাধিক মূল্যবান সামগ্রী উধাও হয়ে গিয়েছে। এরপরেই পানিট্যাঙ্কি ফাঁড়ির দ্বারস্থ হন বীরুবাবু। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। 

    রবিবার সকালে সমস্ত চুরি যাওয়া সামগ্রীর তালিকা তৈরি করে ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন বাড়ির মালিক। জানা গিয়েছে, ২০২১ সালেও ওই বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছিল। সেই সময় চুরি গিয়েছিল একটি জলের পাম্পসেট। তবে এবারে অতিরিক্ত পরিমাণে সামগ্রী চুরি হওয়াতে চিন্তায় পড়েছেন বাড়ির মালিক। পুলিশের তদন্তকারীদের একাংশের দাবি, সম্ভবত পিছনের রাস্তা দিয়ে বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হলেও তা বাড়ির সামনের দিকে মুখ ঘুরিয়ে রাখা হয়েছিল। তবে আশেপাশের বাড়িতে যে সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে।
  • Link to this news (বর্তমান)