অপারেশন সিন্দুরে ব্যবহৃত অস্ত্র দেখতে সেনার প্রদর্শনীতে ভিড়
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: অপারেশন সিন্দুরে পাকিস্তানের জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়া ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র সরাসরি দেখার সুযোগ মিলল বালুরঘাটে। সেনার ‘গান উইথ ড্রোন’, ‘ফ্লাইক্যাচার ওয়েপন কন্ট্রোল সিস্টেম’, ‘এল ৭০ গান’, ইগলা মিশাইলের প্রদর্শনী দেখতে রবিবার বালুরঘাট স্টেডিয়ামে হাজির হয় আট থেকে আশি। ভিড় এতটাই বেশি হয়ে যায় যে, স্টেডিয়ামের গেট বন্ধ করে দিতে হয়। সেনার অস্ত্রশস্ত্র ও প্রদর্শনী দেখে খুশি আমজনতা। সেনাবাহিনীর গান, কলাকুশলী, ড্রোন শো সবার নজর কাড়ে। এই প্রদর্শনী সোমবারও চলবে।
এদিনের অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তপনের বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় প্রমুখ।মন্ত্রী সুকান্ত বলেন, ভারতীয় সেনার পরাক্রম, যুদ্ধকৌশল এবং তাঁদের একাধিক অস্ত্রশস্ত্র প্রদর্শনীতে দেখানো হয়েছে। অপারেশন সিন্দুরে ব্যবহৃত অস্ত্র ও নানা ধরনের সরঞ্জামও ছিল। সেনার এই প্রদর্শনী যুব সমাজকে উদ্বুদ্ধ করবে। সেনার এই প্রদর্শনী উত্তরবঙ্গে প্রথম বলে জানা গিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিক সীমান্ত ঘেঁষা। জেলার প্রায় ২৫০ কিমি সীমান্ত রয়েছে। এখনও প্রায় ৩০ কিমি সীমান্ত উন্মুক্ত। বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে সীমান্তে উত্তেজনা বাড়লে তার আঁচ পড়ে এই জেলাতেও। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলায় এই ধরনের প্রদর্শনী ও সেনার মহড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিনের প্রদর্শনীতে ছিল ‘গান উইথ ড্রোন’। যা একমিনিটে ১৬০০-২০০০ গুলি ছুঁড়তে পারে। ফ্লাই ক্যাচার ওয়েপন কন্ট্রোল সিস্টেম দূর থেকে শত্রুদের এয়ার ট্রাফিকিং সম্পর্কে আভাস দেয়। এল ৭০ গান প্রতি মিনিটে ৩০০ রাউন্ড গুলি ছুঁড়তে পারে। এই সমস্ত অস্ত্রশস্ত্র অপারেশন সিন্দুরে ব্যবহার করা হয়েছিল বলে সেনার তরফে জানা গিয়েছে। এই অস্ত্রশস্ত্র দেখতে মানুষ এতটাই উত্সুক ছিলেন যে, দুপুরে আরও একটি প্রদর্শনীর ব্যবস্থা করে সেনাবাহিনী। এদিন প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম শো-তে হেলিকপ্টার থেকে প্যারাস্যুট জাম্প হয়নি।