• সিতাই বিধানসভা এলাকায় ৫০ কোটি টাকায় তৈরি হচ্ছে ১৫টি নতুন রাস্তা
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে জোর দিয়েছে রাজ্য সরকার। সিতাই বিধানসভা এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১৫টি রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক কাজের সূচনা হয়েছে। কোচবিহার জেলা পরিষদ, ডব্লিউবিএসআরডিএ,  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ রাজ্য সরকারের একাধিক দপ্তর রাস্তাগুলি নির্মাণ করছে। রবিবার সিতাই বিধানসভার অন্তর্গত দিনহাটা-১ ব্লকের গোসানিমারি ১ গ্রাম পঞ্চায়েতে ৬ কিমি রাস্তার কাজের সূচনা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই রাস্তাটি পেভার ব্লক দিয়ে তৈরি করবে। ব্যয় হবে সাত কোটি টাকা। এই অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, সিতাইয়ের বিধায়ক সংগীতা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এই রাস্তাগুলির জন্য দীর্ঘদিন ধরেই বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন। উপ নির্বাচনে জিতে রাস্তাগুলি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন বিধায়ক সংগীতা রায়। লোকসভা নির্বাচনেও এগুলি ইস্যু ছিল স্থানীয় স্তরে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই সমস্ত রাস্তার কাজে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই কারণেই দ্রুত রাস্তার কাজ শুরু করা হচ্ছে। 

    কোচবিহারের সাংসদ বলেন, ৫০ কোটি টাকা পেয়ে ১৫টি রাস্তা তৈরি করা হবে সিতাই বিধানসভায়। ইতিমধ্যে ওকড়াবাড়ি ও সিতাইয়ে একটি করে রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। রবিবার গোসানিমারিতে কাজ শুরু করা হল। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 

    বিধায়ক সঙ্গীতা রায় বলেন, নির্বাচনে জেতার পর একাধিক গ্রাম পঞ্চায়েতে গিয়েছি। স্থানীয় মানুষরা এই রাস্তাগুলোর দাবী জানিয়েছে। দ্রুত সমস্ত রাস্তার কাজ শেষ করা হবে। কোচবিহার জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, জেলা পরিষদ, ডব্লিউবিএসআরডিএ,  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ চারটি দপ্তর এই রাস্তাগুলির কাজ করছে। আগামী এক মাসের মধ্যেই গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা অন্যমাত্রায় পৌঁছে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)