• কাল থেকে শুরু পৌষমেলা, পাঁচশো সিসি ক্যামেরা, কন্ট্রোলরুমে করা যাবে জেনারেল ডায়েরি
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বোলপুর: রাত পোহালেই শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। কন্ট্রোলরুমে করা যাবে জেনারেল ডায়েরি। শিশুদের গলায় ঝোলানো হবে বাবা-মায়ের ফোন নম্বর লেখা বিশেষ কার্ড। 

    আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ছ'দিনের মেলা হবে। এবারও রেকর্ড ভিড়ের আশা করছে মেলা কমিটি। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ-প্রশাসন। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মেলার জন্য থাকছে তিনশোর বেশি সিসিটিভি ক্যামেরা। মোতায়েন থাকছে আড়াই হাজার পুলিশকর্মী। এছাড়াও ওয়াচ টাওয়ার  ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। এদিকে, আজই জাতীয় পরিবেশ আদালতে রয়েছে মেলার দূষণ সংক্রান্ত একটি মামলার শুনানি। শুনানিতে আদালত কি রায় দেয়, সেদিকে তাকিয়ে রয়েছে সব মহল। রবিবার সকালে বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট, পুলিশ ও প্রশাসনের কর্তারা মিলে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মেলার মাঠ পরিদর্শন করেন। ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক তথা মেলা কমিটির আহ্বায়ক অমিত হাজরা, বোলপুরের এসডিপিও রিকি আগারওয়াল প্রমূখ। অমিতবাবু বলেন, মেলার প্রস্তুতি একদম ঠিকঠাক। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগচ্ছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ যাতে কোনভাবেই লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। 

    বিশ্বভারতী সূত্রের খবর, ইতিমধ্যেই দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যরা চলে এসেছেন। তাঁরা জরিপের কাজও শুরু করেছেন। তাই মেলায় দূষণ যাতে কোনভাবেই না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে মেলা কমিটি। ভিড়ের কারণে ধূলো পর্যন্ত যাতে না ওড়ে, সেই কারণে নিয়মিত মেলার মাঠে স্প্রিংকলারের মাধ্যমে জল ছিটানোরও পরিকল্পনা রয়েছে। মেলায় কোনও বিপত্তি ঘটলে যাতে দ্রুত দমকল ঢুকতে পারে, সেই ব্যবস্থাও থাকছে। এদিন দমকলের টেস্ট রানও হয়। অন্যদিকে, এবছর মেলায় মোট ১৬০০টি স্টল থাকছে। এরমধ্যে প্রায় ১৩০০টি’র কাছাকাছি স্টলের বুকিং সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে পর্যালোচনার জন্য স্টল বুকিং বন্ধ ছিল। অমিতবাবু বলেন, যে সমস্ত স্টল বুকিং হয়েছে, তার টাকাপয়সা ঠিকমতো জমা পড়েছে কি না, তা দেখতেই শনিবার স্টল বুকিং বন্ধ রেখেছিলাম। রবিবার ফের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত খোলা থাকবে। আশা করছি প্রায় ১৪৫০টি থেকে ১৫০০টি স্টল বুক হবে।  মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে বোলপুরের এসডিপিও বলেন, সবকিছু ঠিকই রয়েছে। বোলপুর-শান্তিনিকেতনজুড়ে এমনিতেই আমাদের দু’শোর বেশি সিসিটিভি ক্যমেরা কাজ করছে। মেলা উপলক্ষ্যে অতিরিক্ত তিনশো অস্থায়ী সিসিটিভি ক্যমেরা লাগানো হচ্ছে। মোট আড়াই হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। থাকছে উইনার্স টিম। থাকছে ক্যুইক রেসপন্স টিমও। মেলা প্রাঙ্গণ হোক অথবা শহর, কোথাও যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেকারণে মোটরসাইকেল এবং ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে শহরে নিয়ম মেনে টহল দেবে পুলিশ। মেলার সামগ্রিক নিরাপত্তা খতিয়ে দেখতে পাঁচটি ড্রোন, ১০টি ওয়াচ টাওয়ারের পাশাপাশি ৩৬টি পুলিশ সহায়তা শিবির থাকছে। এছাড়াও অ্যান্টি ক্রাইম টিম থাকছে।
  • Link to this news (বর্তমান)