• জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে তালিকা, নাম তোলার প্রক্রিয়া শুরু কৃষ্ণগঞ্জের ৭০ ঊর্ধ্ব বৃদ্ধের
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রোজকার দিনের মতো রবিবারও বাড়ি থেকে কিছু দুরেই মাঠে চাষ করছিলেন সত্তোর পেরনো নিমাই অধিকারী।‌ কৃষ্ণগঞ্জ বিধানসভার শিবনিবাস গ্রামের বাসিন্দা তিনি। বাস্তবে জীবিত। কিন্তু এসআইআরের সৌজন্যে ভোটারের খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন নিমাইবাবু। খাতায় কলমে ‘মৃত› ভোটার তিনি। যদিও প্রশাসন এই ঘটনাকে যান্ত্রিক ত্রুটি হিসেবেই দেখছে।‌ কিন্তু চাষবাস করে দিব্যি দিনযাপন করার পরেও এইভাবে মৃত ভোটার হিসেবে নাম বাদ পড়ায় আতঙ্কিত নিমাইবাবু। বিষয়টি জানাজানি হতেই প্রশাসনের তরফ থেকে ফর্ম-৬ এর মাধ্যমে নতুন করে ভোটার তালিকায় নাম তোলানোর জন্য আবেদন জমা নেওয়া হয়েছে। কিন্তু, চূড়ান্ত তালিকায় নিজের নাম না দেখা পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ নেই।‌ তবে বাড়ির বাকি সদস্যদের নাম খসড়া তালিকায় রয়েছে।  এটাই শান্তি নিমাইবাবুর। 

    এদিন তিনি বলেন, ‘বিএলও আমার বাড়ি এসে আমার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু আমাকে মৃত বলেই দেখানো হয়েছে। বিষয়টি জানার পর আমি বিএলও’র কাছে গিয়েছিলাম‌। উনি আবার আমাকে ফর্ম ফিলাপ করিয়েছেন। আমার নামে পাঁচজন লোক রয়েছে গ্রামে। যে মরা মানুষ সে জ্যান্ত হয়ে গিয়েছে। আর আমি জ্যান্ত মানুষ, মরে গেছি।’

    বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ বিধানসভার শিবনিবাস গ্রামের ১০২ নম্বর বুথের বাসিন্দা নিমাই আধিকারী। বাড়িতে স্ত্রী, ছেলে, বউমা এবং এক নাতি রয়েছে। আর্থিক অবস্থায় ভালো নয়। মূলত নিমাইবাবুর চাষের কাজেই সংসার চলে। কয়েকদিন আগেই খসড়া তালিকা বেরোনোর পর তিনি জানতে পারেন তাঁর নাম ভোটার তালিকাতে নেই। তবে তাঁর নাম রয়েছে বাদ পড়া ভোটারদের তালিকায়। তাতে নিমাইবাবুকে মৃত বলে দেখানো হয়েছে। এছাড়াও ১০২ নম্বর বুথে মোট ৭২ জনের নাম বাদ পড়েছে। যার মধ্যে মৃত ভোটার রয়েছে প্রায় ৩০ জন। এবার সেই তালিকায় নিজের নাম দেখে নিমাইবাবুর মাথায় আকাশ ভেঙে পড়েছিল। স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএলও›র কাছেও নিজেকে প্রকৃত ভোটার হিসেবে প্রমাণ করতেও ছুটে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ফর্ম -৬ এর মাধ্যমে ভোটার তালিকায় তাঁর নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। 

    কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল-কংগ্রেসে সভাপতি সমীর বিশ্বাস বলেন, ‘নির্বাচন কমিশন যাতে অবৈধভাবে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে না পারেন তার জন্য আমরা লড়াই করছি। নিতাইবাবুকে মৃত বলে দেখানো হয়েছে। আমরা বিষয়টি বিডিওকে জানিয়েছি। সেইসঙ্গে দলকেও এই বিষয় নিয়ে অবগত করেছি।’

    কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও সৌগত সাহা বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এটা ভুলবশত হয়েছে। বিএলও কাজ  করেছিলেন। কিন্তু তখন অ্যাপে সমস্যা হচ্ছিল। তাই কোনওভাবে হয়তো ওঁর নাম বাদ পড়ে গিয়েছে। আমরা  ফর্ম -৬ পূরণ করিয়েছি।‌ সেইমতো আমরা ওঁর নাম ভোটার তালিকায় তুলে নেবো‌। কোনও অসুবিধা হবে না।’ কৃষ্ণগঞ্জ বিধানসভায় ২ লক্ষ ৮২ হাজার ১৩২ জন ভোটার রয়েছে।‌ বাদ পড়েছে ১৩ হাজার ১৯২ জন ভোটারের নাম। যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৪৩৬৫ জন, অনুপস্থিত ভোটারের সংখ্যা ৫৪৮৮ জন, স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৩১০৪ জন। এছাড়াও ২০০২ সালের ভোটার তালিকা নাম না থাকা নো ম্যাপিং ভোটার রয়েছে ২৯ হাজার ৩৮৯ জন।‌
  • Link to this news (বর্তমান)