নন্দীগ্রামে তৃণমূলের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামের মানুষ জোট বেঁধেছেন। আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা নন্দীগ্রামে বিজেপিকে শিকড় থেকে উপড়ে ফেলে দিতে পারবেন। রবিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের ডাকা জনসভায় বিপুল জমায়েত দেখে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল শক্তিশালী থাকলে গণতন্ত্র মজবুত হয়। একইসঙ্গে বিরোধী দলের দায়িত্বশীলতাও থাকা দরকার। শাসক দলের উন্নয়নে খামতি থাকলে, বিরোধী দল তা নিয়ে সরব হতে পারে। নীতিগতভাবে উন্নয়নকে ইস্যু করে লড়াই চালায় বিরোধী দল। কিন্তু এরাজ্যে গত সাড়ে চার বছরে আমরা দেখছি, শুধুমাত্র কুৎসা, অপপ্রচার, বাংলাকে ছোট করা এবং বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্তে শামিল এই বিজেপি।
তিনি আরও বলেন, ১০০দিনের কাজ সাড়ে তিন বছর বন্ধ। বিজেপি নেতারা বন্ধ করেছেন। অথচ, বাংলা ১০০দিনের কাজে দেশে তিনবার প্রথম হয়েছে। সেই প্রকল্প এরাজ্যে বন্ধ। সাড়ে তিন বছর আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে বিজেপি। নন্দীগ্রাম বিধানসভায় হাজার হাজার মানুষ ১০০দিনের কাজ করত। তাঁরা প্রত্যেকে তৃণমূল করেন এমনটা নয়। তাতে বিজেপির মানুষজনও আছেন। এখানে মাটির বাড়ি থাকা সকলেই নিশ্চয় তৃণমূল সমর্থক নন। বিজেপি, সিপিএম, কংগ্রেস সমর্থকদেরও মাটির বাড়ি আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। বাংলার গরিব মানুষদের পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকার ২৮লক্ষ উপভোক্তাকে টাকা দিয়েছেন। রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়িয়েছে।
পরিবহণমন্ত্রী আরও বলেন, এসআইআর করে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দিতে চায় বিজেপি। নির্বাচন কমিশন জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে। এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা যায় না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির কথায় বাংলাকে এসআইআরের জন্য মাত্র আড়াই মাস সময় দিয়েছে। তার তিন-চারমাস বাদে ভোট। এর ফলে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরোধিতা করেছেন।
এদিনের সভায় বেশ কয়েকজন অন্য দল থেকে তৃণমূলে যোগ দেন। সভায় মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, এইচডিএ’র চেয়ারম্যান জ্যোতির্ময় কর, চিত্ত মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।-নিজস্ব চিত্র