ভাতজাংলার বুথে পাইপলাইন বসলেও মেলে না জল, সমস্যা শতাধিক পরিবারে
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, কৃষ্ণনগর: প্রায় পাঁচবছর আগে সরকারি উদ্যোগে এলাকায় পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছিল। প্রথম একবছর জল পেলেও তারপর থেকে আর পরিষেবা মেলেনি। ফলে কৃষ্ণনগর-১ ব্লকের ভাতজাংলা পঞ্চায়েতের ১৮৩নম্বর বুথের শতাধিক পরিবার পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিতই রয়ে গিয়েছে। ভাতজাংলা পঞ্চায়েতের প্রধান বাবলু মণ্ডল বলেন, জলের পাইপলাইনের আরও কাজ করছে পিএইচই। আমরা বেশ কয়েকবার এনিয়ে ওই দপ্তরের সঙ্গে কথা বলেছি। তাড়াতাড়ি কাজ শেষ করে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য ফের তাদের বলা হবে। স্থানীয়রা জানান, পাইপলাইন, জলের কল বসানো সহ সমস্ত কাজই হয়েছিল। একবছর ধরে তাঁরা দিনে তিনবার জলও পাচ্ছিলেন। কিন্তু, পরে অজ্ঞাত কারণে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রামের কিছু জায়গায় সরকারি টিউবওয়েল বসানো আছে। এখন জল নিতে রোজ বহু মানুষ সেখানে ভিড় করে। টিউবওয়েলের সামনে লাইন দিতেই অনেকটা সময় চলে যায়। মাঝেমধ্যেই জল নেওয়া ঘিরে অশান্তি হয়। বিষয়টি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরেও জানিয়েছেন বাসিন্দারা। এলাকার বাসিন্দা অরূপ ঘোষ বলেন, পাইপলাইন বসানোর পর চারবছর ধরে জল মিলছে না। কেন এই হাল, সেবিষয়ে পঞ্চায়েত সদস্যও কিছু বলেন না। পানীয় জল পরিষেবা চালু হলে আমাদের খুব উপকার হত।
স্থানীয় এক বধূ বলেন, সব জায়গায় খোঁড়াখুঁড়ি করে জলের পাইপ বসিয়ে দিল। পাইপ বসানোর শেষ হওয়ার সাতদিনের মধ্যে জল সরবরাহ শুরুও হয়েছিল। কিন্তু, হঠাৎ পরিষেবা বন্ধ হলে চারবছরেও তা ফের চালু হল না। অগত্যা সরকারি টিউবওয়েল থেকেই জল নিতে হচ্ছে। ফের জল সরবরাহ শুরু হলে আমাদের এত ভোগান্তির মুখে পড়তে হত না।