• নিতুড়িয়ার শালতোড়ের পাঁচ বুথে ৭৫০ জন ভোটার নিখোঁজ! শুরু চাপানউতোর
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: জাতীয় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। কোথাও জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে তো আবার কারও ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও ভোটার তালিকায় নাম ওঠেনি বলে অভিযোগ। এর মাঝেই বিভিন্ন জায়গায় নিখোঁজ ভোটারের সংখ্যা নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে। যেমন পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের শালতোড় পঞ্চায়েতের পাঁচ বুথে প্রায় ৭৫০ জন ভোটারের খোঁজ নেই। কোনও বুথে প্রায় ২৪৪ জন, আবার কোনও বুথে ১২১ জনের বেশি ভোটারের খোঁজ নেই‌। একটি পঞ্চায়েতের পাঁচটি বুথে এত সংখ্যক ভোটার নিখোঁজ হওয়ায় স্থানীয়দের মধ্যে জল্পনা দেখা দিয়েছে। এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। কীভাবে এত জন ভোটার নিখোঁজ, তাই নিয়ে রাজনৈতিক দলগুলিও আলোচনা শুরু করেছে। বিজেপির অভিযোগ, শালতোড় পঞ্চায়েত এলাকার ছবিই বলে দিচ্ছে, কেন এসআইআর এত প্রয়োজন ছিল রাজ্যে।

     শালতোড় পঞ্চায়েত এলাকায় পাঁচ বুথে ভোটার কমে যাওয়ার বিষয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত এলাকাটি আসানসোল ঘেঁষা। পঞ্চায়েত এলাকায় সবচেয়ে বেশি হিন্দি ভাষাভাষির মানুষ বাস করেন। এখানে কয়লা উত্তোলনকারী কোলিয়ারি রয়েছে। তাই বিভিন্ন রাজ্যের মানুষ কর্মসূত্রে শালতোড়ে এসেছেন। থেকেছেন। আর ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছেন। সবচেয়ে বেশি মানুষ বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। বর্তমানে বিহারে এসআইআর হয়েছে। উত্তরপ্রদেশেও কাজ চলছে। কমিশনের নির্দেশ অনুসারে, দেশের যে কোনও এক জায়গায় ভোটার কার্ড থাকবে। তাই কর্মসূত্রে আসা প্রচুর মানুষ নিজেদের এলাকায় নাম তুলেছেন। যার জন্য এলাকায় এত সংখ্যক ভোটার নিখোঁজ।

    খসড়া ভোটার তালিকায় দেখা গিয়েছে, শালতোড় পঞ্চায়েতের পারবেলিয়া কোলিয়ারি হিন্দি হাই স্কুলে চারটি বুথ রয়েছে। ৩৪ নম্বর বুথে মোট ২২৯ জনের নাম বাদ গিয়েছে। যার মধ্যে প্রায় ১৫৪ জনের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ তাঁরা নিখোঁজ। ৩৫ নম্বর বুথে বাদ পড়েছে ২৮৪ জন। যেখানে প্রায় ১৪১ জন নিখোঁজ। ৩৬ নম্বর বুথে বাদ পড়া ১৫৩ জনের মধ্যে ৯৬ জন নিখোঁজ রয়েছেন। ৩৮ নম্বর বুথে মোট ভোটার বাদ পড়েছে ৩১৯ জন। যার মধ্যে ২৪৪ জন নিখোঁজ।  শালতোড়া কোলিয়ারি বিদ্যালয়ের ৩৯ নম্বর বুথে ১২১ জন ভোটার নিখোঁজ রয়েছেন।

    নিতুড়িয়ার বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জয় গড়াই বলেন, শালতোড় পঞ্চায়েত এলাকায় কোলিয়ারির জন্য বিভিন্ন রাজ্যের মানুষ সেখানে থাকতেন। নিজেদের সুবিধার্থে তৃণমূল তাঁদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছিল। তাঁদের ভোটের সময় ব্যবহার করা হত। শালতোড় এলাকার বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, এখানে ভুয়ো ভোটার নেই। ইসিএল এলাকার জন্য বিভিন্ন রাজ্যের মানুষ থাকেন। কিছু মানুষ এলাকা ছেড়ে তাঁদের আদি বাড়ি চলে গিয়েছেন। ফলে তাঁরা এখানকার ভোটার তালিকার নাম কাটেননি। আবার অনেকেই এসআইআরের জন্য নিজেদের রাজ্যে নাম তুলে নিয়েছেন।
  • Link to this news (বর্তমান)