নিবড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মহিলা পথচারী ও বাইকচালকের মৃত্যু
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের নিবড়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারী ও এক বাইকচালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বাইকে থাকা অপর এক আরোহী। শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পথচারীর নাম তৃষা দস্তিদার (২৪)। তাঁর বাড়ি রিষড়ায়। তিনি আলমপুর এলাকায় একটি কারখানায় কাজ করতেন। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কাজ শেষে বাড়ি ফেরার জন্য জাতীয় সড়কের ধারে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় দ্রুতগতিতে আসা একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয়। একইসঙ্গে বাইকচালকও ছিটকে পড়ে গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাইকে থাকা অপর এক আরোহী গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পর ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত বাইকচালকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। বাইকচালক ও আরোহী, কারও মাথাতেই হেলমেট ছিল না। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা কি না, তা তদন্ত করে দেখা হবে।’
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এই এলাকায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। জাতীয় সড়কের এই অংশটি বাসস্ট্যান্ড নয়। তাও দূরপাল্লার বাস দাঁড়ানোর কারণে মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পার করে এখানে অপেক্ষা করেন। অভিযোগ, কাছেই বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও সেগুলি ব্যবহার করা হয় না। পুলিশের নজরদারির অভাবে বারবার প্রাণহানির ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।