• মানকুরে নতুন করে সেজে উঠছে রূপনারায়ণ পাড়ের চিলড্রেন পার্ক
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতের মরশুমে পর্যটকদের ভিড়ে এখন জমজমাট পর্যটন কেন্দ্রগুলি। ভিড় বাড়ছে বাগনানের মানকুরে রূপনারায়ণ নদী তীরেও। সেই পর্যটকদের কথা মাথায় রেখে আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এখানকার চিলড্রেন্স পার্ককে সাজিয়ে তোলা হচ্ছে। এজন্য প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে। পার্কটি সাজানোর জন্য সাংসদ তহবিলের ১৫ লক্ষ টাকা ছাড়াও বিধায়কের উদ্যোগে বিভিন্ন তহবিল থেকে বাকি টাকা জোগাড় করা হয়েছে।

    রূপনারায়ণ নদীর তীরে বাকসি গ্রাম পঞ্চায়েতের অধীনে মানকুর পর্যটন কেন্দ্র। এটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। শীতের মরশুমে পিকনিকের মজা উপভোগ করতে প্রচুর পর্যটক এখানে আসেন। এছাড়া মানকুর, বাকসি, কল্যাণপুর, দেউলগ্রাম এলাকার বহু বাসিন্দা বিকেলে এখানে বেড়াতে আসেন। তবে এখানে পিকনিকের রান্নার জায়গা ছাড়া শিশুদের মনোরঞ্জনের জন্য সেভাবে কিছু ছিল না। একটা দোলনা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী। তাই বিধায়ক সুকান্ত পাল পার্কটিকে সাজানোর উদ্যোগ নেন। সাংসদ ও বিভিন্ন তহবিলের টাকা দিয়ে পার্কটিকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। সেই মতো নদীর তীরের একটা বড় এলাকা পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। স্লিপ তৈরির কাজ চলছে। থাকবে দোলনা, একাধিক বসার জায়গা। হাইমাস্ট আলোও বসানো হবে।

    বিধায়ক সুকান্ত পাল বলেন, কাজ চলছে। আগামী দিনে শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন উপকরণ পার্কে রাখা হবে। পার্কটিকে সাজিয়ে তোলার উদ্যোগে খুশি এলাকাবাসীরা। তাঁদের মতে, আগে পার্কটি বেহাল থাকায় নানা অসামাজিক কাজকর্ম হতো। এটি নতুনভাবে সাজিয়ে তোলা হলে পরিস্থিতি বদলাবে এবং শিশুরাও খুশি হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)