গ্রামে বসল নতুন হাট, পাওয়া যাবে সবজি, কাঁকড়া আর সুন্দরবনের মধু
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: তিনটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসীর সুবিধার কথা ভেবে পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের নদীর পাড়ে গড়ে তোলা হল নতুন হাট। হাটের নাম দেওয়া হল সত্যদাসপুর সবুজ বাজার। প্রতি বৃহস্পতিবার বিকেল বেলা করে নদীর পাশে এই হাটটি বসবে। জানা গিয়েছে, অতীতে ওই এলাকায় একটি লঞ্চঘাট ছিল। সেখান থেকে লঞ্চ চলাচলও করত। এলাকার বাসিন্দারা জলপথে লঞ্চের মাধ্যমে কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও রামগঙ্গা বিডিও অফিসে যাতায়াত করতেন। তখন এই ঘাটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ফেরি সার্ভিস চলাচল করে।
এই ঘাট সংলগ্ন এলাকায় তিনটি গ্রাম রয়েছে। কৃষ্ণদাসপুর, সত্যদাসপুর ও দাসপুর– এই তিনটি গ্রামে মূলত সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এখানকার বাসিন্দারা কাঁকড়া ধরে ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। অতীতে এখানে কোনও হাট ছিল না। তাই এই তিনটি গ্রামের বাসিন্দাদের প্রায় পাঁচ কিলোমিটার দূরে গিয়ে বাজার করে আনতে হতো। বিশেষত বর্ষাকালে তাঁরা খুবই সমস্যার মধ্যে পড়তেন। তাই গ্রামের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ঘাটের পাশে হাট বসানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী নতুন হাটের উদ্বোধন করা হয়। এবিষয়ে সবুজ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশান্ত জানা বলেন, এই হাট থেকে ইন্দ্রপুর বাজার প্রায় ১২ কিলোমিটার ও উত্তর সুরেন্দ্রগঞ্জ বাজার প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। যে কারণে এই তিনটে গ্রামের বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে খুবই সমস্যায় পড়তেন। গ্রামবাসীদের আর্থিক উন্নয়ন ও সুবিধার কথা ভেবে এই হাটটির উদ্বোধন করা হয়েছে। এখানে সবজি, মাছ, মুদিখানার দ্রব্য ছাড়াও কাঁকড়া ও সুন্দরবনের মধু বিক্রি করা হবে। নিজস্ব চিত্র