৪ মাস বামুনগাছি ব্রিজে বন্ধ বাস, সালকিয়ার বাসিন্দাদের দুর্ভোগ চরমে
বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘদিন ধরেই হাওড়ার লিলুয়া বামুনগাছি রেল ব্রিজের বেহাল অবস্থা। পাশেই নতুন করে ব্রিজ তৈরি করছে রেল। খুব বেশি ভার বহনে সক্ষম না হওয়ায় বর্তমানে বামুনগাছি ব্রিজের উপর দিয়ে বাস, লরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই একাধিক রুটের বাসকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য পথে। আর এই কারণে চরম ভোগান্তি সহ্য করতে হচ্ছে সালকিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। অভিযোগ, একদিকে অটোর জন্য দীর্ঘ লাইন, অন্যদিকে যানজট—সব মিলিয়ে প্রচুর সময় নষ্ট হচ্ছে। নিত্যদিনের এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগীরা। তাছাড়া, ঘুরপথে বাস চালানোর ফলে আর্থিক লোকসান বাড়ছে বলে দাবি বাস সংগঠনের।
প্রায় ১২০ বছর আগে নির্মিত ঐতিহ্যবাহী বামুনগাছি রেল ব্রিজ তার কার্যক্ষমতা অনেকটাই হারিয়েছে। তাই গত আগস্ট মাস থেকে এই ব্রিজের উপর দিয়ে বাস ও লরি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পাশে যে নয়া ব্রিজ তৈরি করছে রেল, সেই কাজের গতি অত্যন্ত ধীর বলে অভিযোগ। কবে এই অংশে স্বাভাবিক অবস্থা ফিরবে, উত্তর নেই প্রশাসন থেকে বাস মালিক সংগঠনগুলির কাজে। মূলত বেনারস রোডের এই রুটে জগদীশপুর থেকে হাওড়া স্টেশনগামী ৫৭-এ সরকারি বাস চলতো এতদিন। কোনা হাইরোড থেকে ধর্মতলাগামী ১৮ রুটের মিনি, জগদীশপুর থেকে ধর্মতলাগামী ৩০ রুটের মিনি ও ভট্টনগর-ধর্মতলা রুটের মিনিও চলাচল করতো এই রাস্তায়। বাসগুলি বেলগাছিয়া থেকে বামুনগাছি ব্রিজ, সালকিয়া চৌরাস্তা, বাঁধাঘাট হয়ে হাওড়ার দিকে ঢুকতো। বর্তমানে প্রতিটি বাসকে বেলগাছিয়া থেকে চ্যাটার্জিপাড়া, শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া ময়দানের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বামনগাছি ব্রিজ দিয়ে শুধুমাত্র টোটো, অটো, বাইক, ছোটো চারচাকা গাড়ি চলাচলের অনুমতি রয়েছে।
যাত্রীদের অভিযোগ, সালকিয়ার দিকে যেতে গেলে বেলগাছিয়া থেকে অথবা হাওড়া ময়দান থেকে টোটো বা অটো ধরতে হচ্ছে। এদিকে বেনারস রোড সংস্কারের কাজ শুরু হওয়ায় বামুনগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় বিপুল যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজ থেকে নামলে বি রোড, সি রোডে টোটো-অটোর ভিড়ে হাঁটার উপায় থাকে না। সালকিয়া চৌরাস্তায় রয়েছে বেশ কয়েকটি বাংলা ও হিন্দি মাধ্যম স্কুল। পড়ুয়ার সংখ্যা কয়েক হাজার। ফলে স্কুলে যাতায়াতের পথেও দুর্ভোগে পড়তে হচ্ছে পড়ুয়াদের। কোনা তেঁতুলতলার বাসিন্দা কাজল মুখোপাধ্যায় বলেন, ‘বেলগাছিয়া থেকে অটো ধরে সালকিয়া পৌঁছোতে প্রায় এক ঘণ্টা লাগছে এখন।’ হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘বেহাল বামুনগাছি ব্রিজের উপর দুর্ঘটনা এড়াতেই বাসগুলিকে ঘোরানো হচ্ছে। নতুন ব্রিজ পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত এভাবেই যান নিয়ন্ত্রণ করা হবে।’
এদিকে, মাসের পর মাস ঘুরপথে যাওয়ার ফলে বাসগুলির যাত্রীসংখ্যা হু হু করে কমছে বলে দাবি। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘যাত্রীদের যেমন ভোগান্তি হচ্ছে, বাস মালিকরাও তেমনই সংকটে পড়েছেন। পুরোনো রুট বন্ধ হয়ে যাওয়ায় সেখানে টোটো বেড়েছে। প্রশাসন বিকল্প ব্যবস্থা না করলে বহু বাস বন্ধ হয়ে যাবে।’ নিজস্ব চিত্র