• বছরের শেষ লগ্নে বাঁকুড়ায় জনসভা তৃণমূল সুপ্রিমোর
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ পর্বেও রাজনৈতিক কর্মসূচিতে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ ডিসেম্বর বাঁকুড়া জেলার বড়জোড়া কলেজ মাঠে তিনি সমাবেশ করবেন। সেই সমাবেশ থেকে কী বার্তা দেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দলনেত্রীর সফর ঘিরে বাঁকুড়ার নেতা-কর্মীদের মধ্যেও উৎসাহ তুঙ্গে। আজ, সোমবার গোটা বিষয়টি নিয়ে বৈঠকে বসবে বাঁকুড়া জেলা নেতৃত্ব। সূত্রের খবর, সভায় বিপুল জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে দলের তরফে। এই সভার পরেই ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস। বিধানসভা ভোট থাকায় রাজনৈতিকভাবে এবারের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব বেড়েছে।
  • Link to this news (বর্তমান)