• আজ এসআইআর নিয়ে মমতার সভা নেতাজি ইন্ডোরে
    দৈনিক স্টেটসম্যান | ২২ ডিসেম্বর ২০২৫
  • উল্লেখ্য, ভবানীপুরের বিএলএ-দের নিয়ে গত সপ্তাহেই কালীঘাটের বাসভবনে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি বৃহত্তর পরিসরে বিএলএ-দের নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, সোমবারের সভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিতে পারেন। পাশাপাশি কেন্দ্রের শাসক দল বিজেপিকেও নিশানায় রাখার সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে, ওই বৈঠকের রাজনৈতিক জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সোমবার প্রায় একই সময় বিধানসভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিধানসভায় দলের একাধিক বিধায়ককে ডেকেছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)