• কমিশনের নতুন সফটওয়্যারে যুক্ত হচ্ছেন ইআরও–এআরও
    দৈনিক স্টেটসম্যান | ২২ ডিসেম্বর ২০২৫
  • ভুয়ো ভোটার শনাক্তকরণে ‘ জনসংখ্যাতাত্ত্বিক অনুরূপ এন্ট্রি’ ডেমোগ্রাফিক সিমিলার এনট্রিস –  এর মতো সফটওয়্যার, আবার তথ্যের যৌক্তিক অসঙ্গতি ধরতে এ আই সব মিলিয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উপর জোর বাড়ানো হয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে হিয়ারিং প্রক্রিয়ার জন্য বিশেষ একটি নতুন সফটওয়্যার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)