• জম্মুতে বড় নাশকতার ছক? আবর্জনার স্তূপ থেকে মিলল চিনা রাইফেলের ‘স্কোপ’
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • জম্মুর সিধরা এলাকায় এনআইএ (NIA) সদর দপ্তরের কাছ থেকে একটি শক্তিশালী অ্যাসল্ট রাইফেলের ‘স্কোপ’ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, ওই রাইফেলটা চিনা প্রযুক্তিতে তৈরি। ‘স্কোপ’ যন্ত্রটি সাধারণত রাইফেলের উপরে লাগানো হয় যাতে অনেক দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করা যায়। একটি শিশুর কাছ থেকে এই মারণাস্ত্র উদ্ধার হওয়ার পরে গোটা এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

    জম্মুর আসররাবাদ এলাকায় ছ’বছরের একটি শিশুকে পুলিশ একটি অদ্ভুত জিনিস নিয়ে খেলতে দেখেন। তা দেখে পুলিশের সন্দেহ হয়। শিশুটির কাছে যেতেই দুঁদে পুলিশ আধিকারিকরা চমকে ওঠেন। তাঁরা দেখেন, শিশুটি যে বস্তুটাকে খেলনা ভেবে খেলছে তা আসলে চিনা প্রযুক্তিতে তৈরি একটি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলের স্কোপ।

    শিশুটির পরিবারের তরফ থেকে জানানো হয়, বাড়ির কাছের একটি আবর্জনার স্তূপ থেকে সে ওই স্কোপটি কুড়িয়ে পেয়েছিল। এর পরে পুলিশ পরীক্ষা করে দেখতেই আসল ব্যাপারটা বেরিয়ে আসে। এই ঘটনার পরপরেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সেই সঙ্গে তাঁরা সিধরা এলাকা জুড়ে তল্লাশি শুরু করে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ সাম্বা জেলা থেকে ২৪ বছর বয়সি একজন যুবককে আটক করেছে। অন্য দিকে, সাম্বা জেলা থেকে তানভীর আহমদ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে।

    পুলিশ সূত্রে খবর, তানভীরের মোবাইলে একটি পাকিস্তানি ফোন নম্বর পাওয়া গিয়েছে। তানভীর আদতে কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা হলেও বর্তমানে তিনি সাম্বায় থাকতেন। জম্মু গ্রামীণ পুলিশের এক মুখপাত্রের কথায়, ‘একটি টেলিস্কোপ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত চলছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না, গোয়েন্দারা তাও খতিয়ে দেখছেন।

  • Link to this news (এই সময়)