• ‘SIR’-শুনানিতে কী কর্তব্য, নেতাজি ইন্ডোরে দলকে দিশা দেবেন মমতা
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়ায় এনিউমারেশন–পর্ব শেষ হওয়ার পরে এই সপ্তাহে শুনানি শুরুর কথা। পশ্চিমবঙ্গে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের প্রদত্ত তথ্যে অসঙ্গতি রয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ।

    কমিশন শেষ পর্যন্ত কতজনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠাবে, তা এখনও স্পষ্ট নয়। যে সংখ্যায় ভোটারের তথ্যে অসঙ্গতি রয়েছে বলে কমিশন মনে করছে, তাতে সবাইকে শুনানিতে ডাকলে হলে লক্ষ লক্ষ মানুষের কাছে নোটিস যাবে। এই প্রেক্ষাপটে দলের বিএলএ–২ ও সাংগঠনিক নেতৃত্বকে কী করতে হবে, আজ নেতাজি ইন্ডোরের সভা থেকে সেই নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী। দলীয় সূত্রে খবর, কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বিএলএ–২ ও সাংগঠনিক নেতৃত্বকেই ডাকা হয়েছে।

    বৈধ যে ভোটারদের শুনানিতে ডাকা হবে, তাঁদের কী ভাবে সাহায্য করতে হবে সেই পরামর্শ দিতে পারেন মমতা। তৃণমূল সূত্রে খবর, নেতাজি ইন্ডোরের এই সভায় কলকাতা, উত্তর ২৪ পরগনার একাংশ, দক্ষিণ ২৪ পরগনার একাংশ, হাওড়ার একাংশের বিএলএ–২ এবং সাংগঠনিক নেতৃত্বকে ডাকা হচ্ছে। কলকাতা পুরসভার জোড়াফুলের সব কাউন্সিলারকে এই সভায় থাকতে হবে। কলকাতা ছাড়াও দমদম, বিধাননগর–সহ আশপাশের পুরসভার কাউন্সিলারদেরও ডাকা হয়েছে।

    তৃণমূলের একাধিক নেতার পর্যবেক্ষণ, বৃহত্তর কলকাতাকে মূল ফোকাস করেই এই সভা হতে চলেছে। রাজ্যে এনিউমারেশন প্রক্রিয়া চলাকালীন তৃণমূল সাংগঠনিক স্তরে এই প্রক্রিয়াকে মনিটরিং করেছিল। ‘দিদির দূত’ অ্যাপে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে প্রতিদিন তথ্য আপলোড করতে হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদল নেতাকে রাজ্যের বিভিন্ন জেলার মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছিলেন।

    প্রতিদিন এই সমস্ত জেলার রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে গিয়েছে। সেই সময়ে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমের দায়িত্বে থাকা কলকাতার দু’টি সাংগঠনিক জেলায় অন্যান্য জেলার তুলনায় কাজ ধীর গতিতে চলছে। সেই কারণেই নেতাজি ইন্ডোরের এই সভায় কলকাতাকে ফোকাস করা হচ্ছে কি না, তা নিয়ে তৃণমূলের অন্দরে চর্চা চলছে। নেতাজি ইন্ডোরের এই সভার সাংগঠনিক আয়োজনের দায়িত্বেও ফিরহাদ রয়েছেন বলে তৃণমূলের একাংশের বক্তব্য।

    তবে তৃণমূলের প্রথম সারির এক নেতার কথায়, ‘দলের সমস্ত বিএলএ–২ ও সাংগঠনিক নেতৃত্বকে ডাকা হয়নি। নেতাজি ইন্ডোরের আসন সংখ্যা সীমিত। এই কারণে কলকাতা ও আশপাশের জেলার একাংশের বিএলএ–২, সাংগঠনিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে।’ উত্তর ২৪ পরগনার তৃণমূলের এক প্রথম সারির নেতার কথায়, ‘ব্যারাকপুর–দমদম সাংগঠনিক জেলার নেতৃত্ব এবং বিএলএ–২ টিমকে ডাকা হয়েছে। কিন্তু বনগাঁ সাংগঠনিক জেলাকে ডাকা হয়নি। কলকাতা ছাড়া পার্শ্ববর্তী জেলারগুলির সবাইকেও ডাকা হচ্ছে না।’

    যদিও তৃণমূল নেতারা মনে করছেন, কলকাতা–সহ পার্শ্ববর্তী জেলার একাংশকে ডাকা হলেও দলনেত্রী ‘সার’–এর দ্বিতীয় পর্ব নিয়ে সার্বিক নির্দেশ দিতে পারেন। এই নির্দেশিকার পাশাপাশি প্রচার কর্মসূচিও ঘোষণা করতে পারেন তৃণমূলনেত্রী।

  • Link to this news (এই সময়)