• গভীর রাতে ঘরে আগুন, ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতের রাতে গভীর ঘুমে পরিবারের সদস্যরা। তার মাঝেই ঘরে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উলুবেড়িয়ার জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায়। মৃতদের মধ্যে ৮০ বছরের এক বৃদ্ধ ও নবম শ্রেণীর এক ছাত্রী আছে। মৃতরা হলেন, দুর্যোধনে দলুই (৭৫), দুধকুমার দলুই (৪২), অর্চনা দলুই (৩৮) ও শম্পা দলুই (১৪)।  জয়পুর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার এজবেস্টারের ছাউনি দেওয়া মাটির বাড়িতে গভীর ঘুমে আছন্ন ছিলেন ৪ জন। আচমকা বাড়িতে আগুন ধরে যায়। ঘরের ভিতরে দাহ্য পদার্থ থাকায় চোখের নিমিষে গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি। ঘরের মধ্যেই আটকে পড়েন পরিবারের ৪ সদস্য। আগুন লাগার খবর পেয়ে দমকল ও  জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। যদিও ততক্ষণে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ জনের।
  • Link to this news (বর্তমান)