জম্মুতে নাশকতার ছক! NIA দপ্তরের কাছে আস্তাকুঁড়ে মিলল চিনা অস্ত্র, শুরু তল্লাশি
প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুতে নাশকতার ছক! জাতীয় তদন্তকারী দল (NIA)-র দপ্তরের কাছ থেকে উদ্ধার হল চিনের শক্তিশালী অস্ত্রের যন্ত্রাংশ। জম্মুর সিধরা অঞ্চলে এই অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধারের পর এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। পুলিশের তরফে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যন্ত্রাংশ আসলে চিনের অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলের ‘স্কোপ’। অনেক দূর থেকে নির্ভুল লক্ষ্যভেদের জন্য রাইফেলের উপর ব্যবহার করা হয় এই যন্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জম্মুর ওই এলাকায় ৬ বছরের এক শিশুকে অদ্ভুত যন্ত্র নিয়ে খেলা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। কাছে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে তারা জানতে পারেন যে বস্তু নিয়ে শিশুটি খেলছে তা আসলে অ্যাসল্ট রাইফেলের স্কোপ। যা প্রয়োজনে স্নাইপার রাইফেলেও বসানো যায়। এরপর পুলিশ আধিকারিকরা শিশুটির বাবা মায়ের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সকালে ওই যন্ত্রটি বাড়ির কাছেই আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পেয়েছে শিশুটি। বিষয়টির গুরুত্ব তৎক্ষণাৎ সতর্কতা জারি করা হয়।
এদিকে ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ অপারেশন গ্রুপ এসওজি (Special Operations Group, SOG)। কে বা কারা ওই চিনা স্কোপ সেখানে রেখে গিয়েছিল, এর সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা সবটা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের কাছে পুলিশের তরফে আর্জি জানানো হয়েছে, আতঙ্কিত না হওয়ার জন্য। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে। তদন্ত চলছে। আপাতত সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনও কারণ নেই।’