• জওয়ানকে নিয়ে জল্পনা
    আনন্দবাজার | ২২ ডিসেম্বর ২০২৫
  • বিএসএফের এক জওয়ানকে অপহরণের কথা রটে যাওয়ায় দিনভর জল্পনা চলল কোচবিহারের মেখলিগঞ্জে বাংলাদেশ সীমান্ত এলাকায়। রবিবার ভোরের এই ঘটনার সত্যতা অবশ্য বিএসএফ এবং পুলিশ স্বীকার করেনি। বিএসএফের আইজি (উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার) মুকেশ ত্যাগী বলেন, ‘‘এমন কোনও বিষয় নেই। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ঘন কুয়াশার কারণে। বড় কোনও ব্যাপার নয়।’’ স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে চাউর হয়, সীমান্ত এলাকায় টহল চলাকালীন গরু পাচারকারীদের তাড়া করতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এক জওয়ান। বাংলাদেশি দুষ্কৃতীরা সেই সুযোগে তাঁকে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শীত পড়তেই উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশা পড়েছে। তা হাতিয়ার করেই সীমান্ত এলাকায় গরু পাচারের ঘটনা বেড়ে গিয়েছে বলে অভিযোগ। এ দিন জওয়ানকে নিয়ে এমন রটনার জেরে সীমান্ত এলাকায় হইচই হয়। কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা যদিও বলেন, ‘‘আমাদের কাছে এ নিয়ে বিএসএফের তরফে কোনও তথ্য বা অভিযোগ আসেনি।’’
  • Link to this news (আনন্দবাজার)