• আইএসআই দখল করতে সক্রিয় সঙ্ঘ, সরব রাহুল
    আনন্দবাজার | ২২ ডিসেম্বর ২০২৫
  • ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট বা আইএসআই-এর পাঠ্যক্রম ও গবেষণাকে আরএসএস তার মতাদর্শ দিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছে বলে আজ রাহুল গান্ধী অভিযোগ তুললেন। আইএসআই পরিচালনায় জওহরলাল নেহরুর আমলের আইন বাতিল করে নতুন আইন নিয়ে আসতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ, আইএসআই-এর শিক্ষা সংসদ এত দিন শিক্ষাবিদেরা চালাতেন। এখন তাতে আমলাতান্ত্রিক ও মতাদর্শগত হস্তক্ষেপ চাপিয়ে দেওয়া হচ্ছে। এ’টি শিক্ষাক্ষেত্রের সংস্কার নয়। উল্টে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার ষড়যন্ত্র।

    আইএসআই-এর সদর দফতর কলকাতায়। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুর আইএসআই-এর গবেষক ও পড়ুয়ারা সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। সে সময়ই তাঁরা নতুন আইএসআই বিলের খসড়া নিয়ে লোকসভার বিরোধী দলনেতার কাছে উদ্বেগের কথা জানান। তাঁদের আর্জি ছিল, বিরোধীরা যেন এই বিল আটকানোর চেষ্টা করেন। অন্তত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়। রাহুল আজ জানান, এই বিলে বাধা দেওয়া হবে। কারণ আইএসআই সাধারণ প্রতিষ্ঠান নয়। সেখানে রাশিবিজ্ঞান (স্ট্যাটিস্টিকস), পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও নীতি তৈরি নিয়ে উচ্চস্তরের গবেষণা হয়। সেই প্রতিষ্ঠান এখন আরএসএস ধীরে ধীরে ও পরিকল্পিত ভাবে দখল করতে চাইছে।
  • Link to this news (আনন্দবাজার)