• ২৬ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২১ ডিসেম্বর: ‘অচ্ছে দিনে’র স্বপ্ন অধরা। উল্টে জিনিসপত্রের মূ্ল্যবৃদ্ধির ধাক্কায় নাজেহাল মধ্যবিত্ত। রীতিমতো নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা। এর মধ্যে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। যার প্রভাব পড়বে দূরপাল্লার সফরের ক্ষেত্রে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানা গিয়েছে।

    রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন এবং মান্থলি টিকিটের ক্ষেত্রে কোনও ভাড়া বাড়ছে না। এছাড়া সাধারণ ক্লাসে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণেও যাত্রীদের গুণতে হবে না অতিরিক্ত কোনও অর্থ। কিন্তু এর থেকে বেশি দূরত্বে ভাড়া বাড়তে চলেছে।

    ট্রেনের ভাড়ার নতুন তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণির ক্ষেত্রে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। অন্যদিকে, মেল এবং এক্সপ্রেস ট্রেনে নন-এসি কোচে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা। একই হারে ভাড়া বাড়ছে ট্রেনের এসি শ্রেণির টিকিটেও।

    এর কতটা প্রভাব পড়বে যাত্রীদের পকেটে? ট্রেনের নন-এসি শ্রেণিতে ৫০০ কিমি সফরে আগামীদিনে যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা। এর মাধ্যমে বছরে রেলের আরও প্রায় ৬০০ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।
    মোদি জমানায় দেশে ‘বন্দে ভারত’-এর মতো প্রিমিয়াম ট্রেন চালু হলেও সাধারণ ট্রেনগুলিতে যাত্রী পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই। সেইসঙ্গে দুর্ঘটনার সংখ্যাও এখনও যথেষ্ট উদ্বেগজনক। এনিয়ে সরকারের তরফে বিভিন্ন সময়ে নানা গালভরা প্রতিশ্রুতি দেওয়া হলেও, কাজের কাজ কিছু হয়নি। আগামিদিনে সত্যিই কি পরিস্থিতির উন্নতি হবে? প্রশ্ন সবার।
  • Link to this news (বর্তমান)