• সিনেমা ও পশুপ্রেমের অনন্য এক মেলবন্ধন
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • বক্স অফিসে ব্যবসার অঙ্ক নয়, বিবেচ্য হয়েছিল পশুদের প্রতি আবেগ, ভালোবাসা ও সহানুভূতি। শুধু সিনেমা বা পরিচালকদেরই নয়, ফিল্ম জগতের সঙ্গে যুক্ত যাঁরা ব্যক্তিগত উদ্যোগে পশুপ্রেমের সঙ্গে যুক্ত, সম্মানিত করা হলো তাঁদের কাজকেও। শনিবার সন্ধ্যায় শহরে আয়োজিত হয়েছিল বিশেষ এক অ্যাওয়ার্ড সেরেমনি। ‘সিনেকাইন্ড’।

    ভারতীয় সিনেমার অ্যাপেক্স বডি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) ও দেশব্যাপী পশুদের নিয়ে কাজ করা পিপল ফর অ্যানিম্যালস সংস্থার যৌথ উদ্যোগে প্রথমবার যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। পিপল ফর অ্যানিম্যালস সংস্থার প্রধান মানেকা গান্ধী বলেন, ‘দেশকে বদলানোর ক্ষমতা রয়েছে সিনেমার। তাই এমন উদ্যোগ পশুদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বাড়াতে বড় ভূমিকা নেবে।’

    এফএফআই প্রেসিডেন্ট ফিরদৌসুল হাসান বলেন, ‘সিনেমার সঙ্গে এমপ্যাথি ও কাইন্ডনেস মিশিয়ে সিনেকাইন্ডের ভাবনা। অনেক দিন ধরেই এই উদ্যোগকে বাস্তবায়িত করার ইচ্ছে ছিল। ৪ অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে, এ বার থেকে প্রত্যেক বছর ওই নির্দিষ্ট দিনে এই অনুষ্ঠান করার ভাবনা রয়েছে।’

    পশুপ্রেমের জন্য দেশের বিভিন্ন প্রান্তের সিনেমার পাশাপাশি সেই কাজে যুক্তদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিভিন্ন ক্যাটেগরিতে মোট দশটি অ্যাওয়ার্ড ছিল। গায়ক মোহিত চৌহান থেকে ছোট পর্দার পরিচিত মুখ রূপালি গঙ্গোপাধ্যায়ও সম্মানিত হন। মোহিত ও তাঁর স্ত্রী এই মুহূর্তে প্রায় চারশো পশুর দেখভাল থেকে খাওয়াদাওয়ার দায়িত্ব নিয়েছেন।

    ঋতুপর্ণা সেনগুপ্ত, ঊষা উত্থুপ, দেবশ্রী রায়, আবীর চট্টোপাধ্যায় থেকে বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পল, বিকাশরঞ্জন ভট্টাচার্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক সদস্য থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র, মিউজ়িশিয়ান দেবজ্যোতি মিশ্ররাও হাজির হয়েছিলেন।
  • Link to this news (এই সময়)