• মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, মোদীর মুখে উন্নয়নের জয়গান
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • পুরসভা ও পঞ্চায়েত ভোটে মহারাষ্ট্রে বিপুল জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন মহায়ুতি জোট। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল উন্নয়নের জয়ের কথা। রবিবারের বিপুল জয়ের জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘মহারাষ্ট্রের মানুষ দৃঢ় ভাবে উন্নয়নের পক্ষে দাঁড়িয়েছেন।’

    রবিবার ছিল ভোটের ফলপ্রকাশ। মহারাষ্ট্রের ২৮৮টি পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনে ২০৭টি পুরসভা গিয়েছে মহায়ুতির দখলে। কংগ্রেসের মহাবিকাশ আগাড়ির গাড়ি থেমেছে ৪৪-এ।

    এই জয় বিজেপির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, মহায়ুতি জোটের শরিকদের মধ্যে ১১৭টি পুরসভায় জয় পেয়েছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা জিতেছে ৫৩টিতে, এনসিপি পেয়েছে ৩৭টি। এনসিপি মোট ৮০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৭টিতে জয় পেয়েছে। বিজেপি কার্যত জয়রথ ছুটিয়েছে এই ভোটে।

    সেই জয়ের শুভেচ্ছাবার্তা হিসেবে নরেন্দ্র মোদী এক্স পোস্টে লেখেন, ‘পুরসভা এবং পুরনিগমের নির্বাচনে বিজেপি এবং মহায়ুতির উপরে বিশ্বাস রাখার জন্য আমি মহারাষ্ট্রের মানুষের কাছে ঋণী। জনমুখী উন্নয়নে মানুষ যে ভরসা রাখেন, এই ফল সেই বিশ্বাসেরই প্রতিফলন। রাজ্যের প্রতিটি নাগরিকের আশা পূরণের জন্য আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিজেপি ও মহায়ুতির সমস্ত কর্মীর প্রশংসা করি, যাঁরা গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন।’

  • Link to this news (এই সময়)