তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই তিনি ঘোষণা করেছিলেন, শীঘ্রই নতুন দল তৈরি করবেন। সোমবার নতুন দলের নাম ঘোষণার পাশাপাশি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসন থেকে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেই ঘোষণা অনুযায়ী তাঁর পাশাপাশি নতুন দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন আরও দুই হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়ক জানিয়েছেন, তাঁর নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। ভরতপুরের এই বিধায়ক নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন।
শুধু নিজের দলের নাম নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে এই দলের সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছেন তিনি। হুমায়ুন দাবি করেছেন, তিনি নিজে লড়াই করবেন বেলডাঙা ও রেজিনগর এই দুই কেন্দ্র থেকে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর(গ্রামীণ)-এর প্রার্থী হিসেবে ইব্রাহিম হাদি, মালদার বৈষ্ণবনগর থেকে মুস্তেরা বিবি, মুর্শিদাবাদ কেন্দ্রে মণীষা পাণ্ডে, ভগবানগোলা থেকে লড়তে পারেন পেশায় ব্যবসায়ী অন্য এক হুমায়ুন কবীর। এ ছাড়াও রানিনগর থেকে যিনি দলের হয়ে লড়বেন, তাঁর নামও ড. হুমায়ুন কবীর। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল কতগুলি আসনে প্রার্থী দেবে, তা এ দিন নিশ্চিত করে কিছু বলেননি এই বিধায়ক।
এ দিকে হুমায়ুুনের বেসুরো হওয়া থেকে শুরু করে তাঁর নতুন দল গঠন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির একাংশের দাবি, তৃণমূলের সঙ্গে এখনও সাঁট রয়েছে হুমায়ুনের। পাল্টা রাজ্যের শাসক শিবিরের একাংশের দাবি, হুমায়ুনের পরিবর্তিত রূপের নেপথ্যে রয়েছে গেরুয়া শিবির। তাৎপর্যপূর্ণ ভাবে হুমায়ুন সোমবার তৃণমূল এবং বিজেপি বিরোধীদের তাঁর সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, কিছুদিন আগে মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন। সেই সময়ে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল।