• সামশেরগঞ্জের হিংসায় বাবা ও ছেলেকে হত্যায় দোষী সাব্যস্ত ১৩ জন
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। চলতি বছরে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ। সেই আবহে গত ১২ এপ্রিল খুন হয়েছিলেন জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। অভিযোগ উঠেছিল, তঁদের কুপিয়ে খুন করা হয়।

    এই ঘটনার তদন্তে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছিল পুলিশ। সিট এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বিবরণ, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যায়। একাধিক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। এর পরে বিচারপ্রক্রিয়া শুরু হয়। সোমবার এই মামলায় রায় ঘোষণা করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন তিনি। এই রায় ঘোষণার পরেই আদালত চত্বরে উপস্থিত ধৃতদের পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক আদালত, এই আর্জি জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)