• কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তার ২
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ। ধৃতদের নাম সুতপা হালদার ও জাকির মণ্ডল। রবিবার ছিল কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা। মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা সুতপা হালদার পরীক্ষা দিতে এসেছিলেন দাঁইহাট বালিকা বিদ্যালয়ে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়ে মূল গেটে কর্তব্যরত কর্মীরা তল্লাশি নেন তাঁর। সেই সময়েই সুতপার মোজার ভিতর থেকে উদ্ধার হয় একটি উত্তরপত্র। সেই সময়ে তাঁকে আটক করে কাটোয়া থানার পুলিশ।

    সুতপাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কাটোয়ার মুল্টি গ্রামের বাসিন্দা জাকির মণ্ডলের নাম। সুতপা ও জাকির দু’জনেই কাটোয়ার কাছারি রোডের একটি কোচিং সেন্টারে ট্রেনিং নিতেন। জাকিরও এই পরীক্ষা দিয়েছিলেন এবং তাঁর সিট পড়েছিল পূর্বস্থলী বালিকা বিদ্যালয়ে। সুতপার দাবি, জাকিরই তাঁকে ওই উত্তরপত্রটি সরবরাহ করেছিলেন।

    এর পরে সুতপার বয়ানের ভিত্তিতে রবিবার গভীর রাতে মুল্টি গ্রামে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুতপাও। জাকিরের মোবাইল ফোন পরীক্ষা করে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। তাঁর হোয়াটসঅ্যাপ থেকে বেশ কিছু উত্তরপত্র উদ্ধার করেন তদন্তকারীরা, সূত্রের খবর এমনটাই। এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা জানতে তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)