• পুলিশের ব্যারিকেড মাথায় তুলে নিলেন BLO সংগঠনের সদস্যরা, CEO অফিসের সামনে ধুন্ধুমার
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • CEO দপ্তরের সামনে বিক্ষোভে BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। সোমবার সেই বিক্ষোভ ঘিরে তুলকালাম। পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকাতে গেলে, তা তুলে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। নির্বাচন কমিশনের বাইরে কলকাতা পুলিশের যে ব্যারিকেড, তা আছড়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার ঘোষণা করতে থাকে কলকাতা পুলিশ।

    বিক্ষোভকারীদের অভিযোগ, BLO দের একমাসের ডিউটি দেওয়া হয়েছিল। অথচ এখন একটার পরে একটা কাজ চাপানো হচ্ছে। তাঁদের অধিকাংশ স্কুলের শিক্ষক। এ দিকে স্কুলে যাওয়া লাটে উঠেছে। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, ‘শিক্ষকরা পড়াবেন নাকি এই সব করবেন? অথচ CEO আমাদের সঙ্গে দেখা করবে না, আমাদের কথা শুনবে না।’

    বিবাদী বাগে নির্বাচন কমিশনের দপ্তরে এ দিন ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশি বাধা এড়িয়ে ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ তাঁদের আটকাতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ তাঁদের সরাতে গেলে, ‘গায়ে হাত দেবেন না’ বলে চিৎকার করতে থাকেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা।

    একই সঙ্গে তাঁদের অভিযোগ, ‘কমিশন দালালি করছে।’ তাঁদের বাগে আনতে নাকানিচোবানি খেতে হয় পুলিশকে। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে রাজ্যের CEO অফিসের নিরাপত্তা।

  • Link to this news (এই সময়)