• পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় টুকলি চক্র ফাঁস!
    আজকাল | ২২ ডিসেম্বর ২০২৫
  •  আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন বড়সড় টুকলি চক্রের হদিশ পেল রাজ্য পুলিশ। পরীক্ষাকেন্দ্রে ব্লুটুথ, হেডফোন ও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের অভিযোগ এবং তাদের  টুকলি 'সাপ্লাই' দেওয়ার অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক গ্যাজেট-সহ একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতরা হাঁসখালি নদিয়া ও বর্ধমানের বাসিন্দা৷ 

    পুলিশ জানিয়েছে, রবিবার রাজ্যের পাশাপাশি গাইঘাটাতেও কলকাতা পুলিশে নিয়োগের পরীক্ষা ছিল৷ চাঁদপাড়া বাণী বিদ্যাবৃত্তি, গাইঘাটা উচ্চ বিদ্যালয় ও গোয়ালবাথান উচ্চ বিদ্যালয়ের ধৃতরা পরীক্ষা দিতে এসেছিল৷ তারা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে ঢুকেছিল৷ স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে জানাতেই পুলিশ তাদের তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করে৷ তাদের জেরা করে পুলিশ জানতে পারে  ধূতদের একটি বড় চক্র রয়েছে। তারা মোটা টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে উত্তর জানিয়ে দেয়৷ 

    বড় অঙ্কের টাকা হাতবদলের পর একাধিক পরীক্ষার্থীকে উত্তর বলে দিয়ে সহযোগিতা করে এই চক্রের লোকজন। রবিবারও পরীক্ষার্থীদের বাইরে থেকে সহযোগিতা করবার জন্য ওই চক্রের একাধিক ব্যক্তি মাঠে নেমেছিল৷ তাদেরও পুলিশ গ্রেপ্তার করেছে ৷ পাশাপাশি গোপালনগর নহাটা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে  পরীক্ষা দেওয়ার অভিযোগে নদিয়া হাঁসখালির সৌভিক বিশ্বাস নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ৷ ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত আছে সেবিষয়ে খোঁজ খবর করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)