আজকাল ওয়েবডেস্ক: মেহবুব আলম। নারকেল ডাঙার বাসিন্দা। পেশায় ফল বিক্রেতা। বয়স ৪১। সাত সকালে, খাস কলকাতার, রাজাবাজারে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, সকাল ন'টা নাগাদ মেহবুব আলম দাঁড়িয়ে ছিলেন রাজাবাজার এলাকায়, নিজের ফলের দোকানে। হঠাৎই অতর্কিতে বেশ কিছু দুষ্কৃতি তার উপর হামলা চালায় এবং কুপিয়ে খুন করে। পুলিশ সূত্রে খবর তেমনটাই।
হামলার আগে দু'পক্ষের বেশ কিছুক্ষণ কথাকাটাকাটি হয় বলেও খবর স্থানীয় সূত্রে। জানা গিয়েছে, আচমকাই এলোপাথাড়ি কুপিয়ে মেহবুবকে রাস্তায় ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতিরা। তাঁকে উদ্ধার করা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ওই ধারাল অস্ত্রটি উদ্ধার করেছে।
তবে কী কারণে এই হামলা এবং খুনের ঘটনা, তার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ছ'জনকে আটক করেছে বলে জানা গিয়েছে। শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা চলছে।
ময়নাতদন্তের জন্য মেহবুবের দেহ পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে। রিপোর্ট এলে বিষয়টি আরও কিছুটা স্পষ্ট হবে বলে মত পুলিশের। এর আগে, তিলজলায় আরও একটি খুনের অভিযোগ উঠে এসেছে শনিবার। তিলজলার একটি বাড়ি থেকে উদ্ধার হয় রক্তাক্ত যুবকের দেহ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চরম আতঙ্ক এলাকায়। ঘটনার পরতে পরতে রহস্যও। তার নির্দিষ্ট সকল তথ্য সামনে আসার আগেই, ফের খুন খাস কলকাতার রাস্তায়।