দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, বসিরহাটে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল প্রশাসন
আজ তক | ২২ ডিসেম্বর ২০২৫
নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শোকজ। আর সেই শোকজের সদুত্তর না পেয়ে দীর্ঘ টালবাহানার পর বসিরহাট পুরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড ভেঙে দিল নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর। দুর্নীতির পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিরোধীরা।
বসিরহাট পুরসভার মোট ওয়ার্ডর সংখ্যা ২৩। এর মধ্যে একজনের মৃত্যু হওয়ায় বর্তমান সংখ্যা ২২ জন। বেহাল রাস্তা,আর্সেনিক মুক্ত পানীয় জল,আলো,নিকাশি নালা,আর্থিক দুর্নীতি এবং প্রশাসকদের দুব্যবহারের অভিযোগ তুলে গত ৯ নভেম্বর লিখিত অভিযোগ জমা পড়ে রাজ্যের নগরোন্নয়ন দফতরে। তার ভিত্তিতে সরকার গত ১৮ নভেম্বর ২২ জন কাউন্সিলরের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে। শোকজের সন্তোষজনক উত্তর না পেয়ে এক মাসের মাথায় পুরবোর্ডকে ভেঙে দিল দফর। এ বিষয়ে BJP-র বসিরহাট জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন,‘বসিরহাট পুরসভাতে সীমাহীন দুর্নীতি। কোনও কাজ হচ্ছে না অথচ কাজের নামে টাকা তুলে নেওয়া হচ্ছে।' এছাড়া নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন তিনি।
এ বিষয়ে CPIM নেতা প্রতাপ নাথ বলেন, 'বছরখানেক আগে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম এবং পদত্যাগ দাবিও করেছিলাম। TMC কাউন্সিলরদের মধ্যেও কারও কারও এই প্রশ্ন, ভাবনা ছিল। তবে সেটা বখরার সমস্যা না ইতিবাচক প্রশ্ন আমি জানি না।'
বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র স্বীকার করেন, পুর নাগরিকদের অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়েছিল এবং গত শুক্রবার সন্ধ্যায় বোর্ড ভেঙে দেওয়া হয়।
পুরসভার বর্তমান দায়িত্ব দেওয়া হয়েছে বসিরহাটের মহকুমা শাসক জ্যাসলিন কৌরকে। তিনি বলেন, 'ইউডিএমএ থেকে একটা অর্ডার এসেছে আমি সেটাই ফলো করব। মানুষ যেমন পরিষেবা পাচ্ছিল তেমনই পাবেন।'