নিজস্বপ্রতিনিধি, কলকাতা: সাতসকালে রাজাবাজারে হাড়হিম করা ঘটনা। প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল এক ফল বিক্রেতাকে। মৃতের নাম মেহতাব আলম। নারকেলডাঙার বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নিজের দোকানে ফল বিক্রি করছিলেন মেহতাব। তাঁর কাছে ফল কিনতে আসেন এক ব্যক্তি। সেইসময় দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। এরপরেই আচমকা ধারালো ছুরি দিয়ে মেহতাবকে এলোপাথাড়ি কোপাতে থাকে সে।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পেটে , বুকে গভীর আঘাত লাগে। শেষপর্যন্ত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। তার বাড়িও নারকেলডাঙা এলাকায়। মৃত ফল বিক্রেতার সঙ্গে অভিযুক্তের পুরোনো পরিচয় রয়েছে বলেই মনে করছে পুলিশ।