• ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, আটক ২ নাবালক
    বর্তমান | ২২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ার কৈবর্ত পাড়ায়। মৃতের নাম দেবব্রত পাল। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। তাঁকে খুন করা হয়েছে বলেই মনে করছে পুলিশ।সোমবার সকালে আবাসনের একতলার ফ্ল্যাটের দরজা দীর্ঘক্ষণ ধরে খোলা দেখে সন্দেহ হয় স্থানীয়দের।বাইরের থেকে ডাক দিলেও ভিতর থেকে কেউ সাড়া না দেওয়ায় খবর দেওয়া হয় স্থানীয় মালিপাঁচঘড়া থানায়। পুলিশ এসে  ঘরের ভিতর থেকে দেবব্রত পালের মৃতদেহ  উদ্ধার করে। ঘটনায় ২ জন নাবালককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, টাকা নিয়ে বচসার কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে। দমবন্ধ করে মারা হয়েছে দেবব্রত পালকে।যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে। দুজন নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  
  • Link to this news (বর্তমান)