• চাইলে আমার গলাটাও কেটে দিতে পারো, কিন্তু আমি... বাংলা জিতে দিল্লি কাড়ব: মমতা
    ২৪ ঘন্টা | ২২ ডিসেম্বর ২০২৫
  • প্রবীর চক্রবর্তী: নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুংকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন বৈঠকে ছিলেন কলকাতা, সোনারপুর উত্তর-দক্ষিণ, হাওড়া, বরাহনগর প্রভৃতি বিধানসভা এলাকার বিএল‌এ-২-রা। মমতার হুঁশিয়ারি, 'বাংলা জিতে দিল্লি কাড়ব।' তোপ দাগেন, 'মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।'

    এদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিজেপিকে নিশানা করে বলেন, "বিজেপি তুমি আমাদের সঙ্গে কোন‌ও কিছু খেলেই কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো। তোমরা দুটো দুর্যোধন আর দুঃশাসন। যারা জাতির নেতার নাম কেটে দেয় তারা কতটা ভয়ংকর। বাংলাকে জব্দ করাচ্ছি, তোমাদের স্তব্ধ করব। বিজেপির দাবি আর‌ও নাকি দেড় থেকে দুই কোটি নাম বাদ দিতে হবে।"

    'ম্যাপিংটাই ভুল, অ্যাবসোলিউটলি রং, টোটালটাই ব্লান্ডার'

    মমতা বন্দ্যোপাধ্য়ায় তোপ দাগেন, SIR-এর ২ বছরের কাজ, ২ মাসে করতে চাইছে। পুরো ম্যাপিংটাই ভুল। পুরো SIR প্রক্রিয়াটাই একটা 'ব্লান্ডার' বলে কটাক্ষ করেন তিনি। বলেন, 'টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন।' চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 'চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব‌।'

    প্রতিদিন কমিশন নির্দেশ বদল করছে। ২২ থেকে ২৪ বার নির্দেশ বদলেছে। বৈধ ভোটারকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। কটা লোক এপিক নম্বর দিয়ে নিজেকে খুঁজে বার করতে পারে? ২০০২-এর এপিক নম্বরের সঙ্গে ২০২৫-এর এপিক নম্বরের কোন‌ও মিল নেই বহু ক্ষেত্রে। খসড়া তালিকায় ৫৮ লক্ষ বাদ দেওয়ার পরেও নাকি দেড় কোটি বাদ দিতে হবে! কমিশনের অফিসে বিজেপি একটা এজেন্ট বসিয়ে রেখেছে! সে অনলাইনে সব নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপির কথায়! তোপ দাগেন মমতা। 

    মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দেন, 'বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কিনা, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে এমন ভোটারদের ফর্ম ৬ এবং অ্যানেক্সার ৪ ফিলআপ করে ইআর‌ও-দের কাছে জমা দিতে হবে। যাদের আনম্যাপড করা হয়েছে তারা সবাই হিয়ারিং নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে।‌ তাদের সবাইকে ২০০২ এর রোলে নাম আছে কিনা অথবা কমিশন নির্ধারিত ১১ টি প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে। যাদের এই ১১টা নথি নেই তাদের পার্মানেন্ট এসসি/ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে।'

    যাদের অসংগতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করার কথা বলেন বিধায়ক ও কাউন্সিলরদের। মমতার সাফ হুঁশিয়ারি, 'বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব।' SIR-এ নাম বাদ দিয়ে তালিকা সংশোধন করেও ভোটবাক্সে ফলের কোনও প্রভাব পড়বে না বলে এদিন সদর্পে ঘোষণা করেন মমতা। 

  • Link to this news (২৪ ঘন্টা)