• ‘রাষ্ট্র প্রেরণা স্থল’ উদ্বোধন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে লখনউতে প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী
    প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। এই পুণ্য তিথিতে লখনউতে ‘রাষ্ট্র প্রেরণা স্থল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখছেন। ভারতের সাংস্কৃতিক ও জাতীয় চেতনার এক অনন্য প্রতীক হয়ে উঠতে চলেছে এই অনুষ্ঠান।

    ৬৫ একর জমির ওপর নির্মিত এই বিশাল প্রকল্পের মোট খরচ প্রায় ২৩০ কোটি টাকা। এখানকার প্রধান আকর্ষণ হল তিনটি বিশাল ব্রোঞ্জ মূর্তি। ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ৬৫ ফুট লম্বা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই স্থানটি ভবিষ্যৎ প্রজন্মকে একাত্ম মানববাদ ও আত্মনির্ভর ভারতের ভাবধারায় অনুপ্রাণিত করবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় দুই লক্ষ মানুষের সমাগম হবে। শীতের কথা মাথায় রেখে আগত দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া নিরাপত্তার পাশাপাশি পানীয় জল, চিকিৎসা পরিষেবা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। মূল মঞ্চের পাশেই রয়েছে বিশাল জনসভা কেন্দ্র ও গাড়ি পার্কিং জোন।

    প্রকল্পের অন্যান্য অংশের মধ্যে থাকছে একটি অত্যাধুনিক মিউজিয়াম, যা জাতীয় নেতাদের জীবনকৃতি তুলে ধরবে। এছাড়াও এখানে অ্যাম্ফিথিয়েটার, মেডিটেশন সেন্টার, যোগ কেন্দ্র এবং মনোরম বাগান রয়েছে। যোগী আদিত্যনাথ সাফ জানিয়েছেন, নিরাপত্তায় কোনও রকম ত্রুটি বরদাস্ত করা হবে না। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সময়মতো রাস্তার সৌন্দর্যায়ন ও শেষ মুহূর্তের কাজ সেরে ফেলার জন্য। লখনউ এখন মোদিজির আগমন ও এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়।
  • Link to this news (প্রতিদিন)