‘মাফিয়া আর সমাজবাদী পার্টি একে অপরের পরিপূরক’, সুর চড়ালেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য
প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতিতে সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবকে লক্ষ্য করে তীক্ষ্ণ আক্রমণ শানালেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শনিবার লখনউতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাফিয়া এবং সমাজবাদী পার্টি একে অপরের অবিচ্ছেদ্য অংশ। অপরাধীদের বাঁচাতে অখিলেশ যাদব যতই চেষ্টা করুন না কেন, কাউকেই রেহাই দেওয়া হবে না।
সাম্প্রতিক কোডিন যুক্ত কফ সিরাপ কেলেঙ্কারি নিয়ে মৌর্য অত্যন্ত কঠোর মনোভাব প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, এই বিষাক্ত কারবারের সঙ্গে যুক্ত প্রত্যেককে খুঁজে বের করা হবে। পুলিশ ও ইডি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তিনি বলেন, সিরাপের নামে যারা সমাজে বিষ ছড়াচ্ছে, তারা মানবতার শত্রু। দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
ভোটার তালিকা সংশোধন নিয়েও অখিলেশ যাদবকে একহাত নিয়েছেন মৌর্য। তিনি অভিযোগ করেন, বিহার নির্বাচনে তেজস্বী যাদবের পরাজয়ের পর থেকেই অখিলেশ যাদবের মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়েছে। ভোটার তালিকা থেকে ভিনদেশি অনুপ্রবেশকারী ও মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার কাজকে তিনি স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, একটি স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। তিনি এও দাবি করেন, সমাজবাদী পার্টিতে কোনও কর্মী নেই, আছে শুধু গুন্ডা ও অপরাধী।
সংরক্ষণ এবং নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মৌর্য। ওবিসি, এসসি, এসটি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ শ্রেণির জন্য সংরক্ষিত কোটায় কোনও আপস করা হবে না। পাশাপাশি লেখপাল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন তিনি। কোনও আধিকারিক ভুল করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে চিঠি লিখেছেন উপমুখ্যমন্ত্রী। সব মিলিয়ে প্রশাসনিক কড়াকড়ি ও রাজনৈতিক লড়াইয়ের এক কড়া বার্তা দিলেন কেশব প্রসাদ মৌর্য।