‘এক নমুনা দিল্লিতে, আরেকজন লখনউয়ে’, কোডিন কাণ্ডে রাহুল-অখিলেশকে আক্রমণ যোগীর
প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভায় কোডিন কাফ সিরাপ বিতর্কে সরব হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার অধিবেশনে তিনি জানান, এই অসাধু কারবারে যুক্ত কোনও অপরাধীকেই আর রেয়াত নয়। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, সময় এলে এমন বুলডোজার অ্যাকশন হবে যে আপনারা অভিযোগ করার সুযোগ পাবেন না।
মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশে কোডিন যুক্ত সিরাপ তৈরি হয় না। এটি মধ্যপ্রদেশ বা হিমাচল প্রদেশ থেকে এখানে পাচার হত। এখানকার স্টকিস্ট ও হোলসেলাররা সেই সুযোগ সপার সহযোগিতায় অবৈধ ভাবে কাজে লাগাত। মূলত মদ্যপান নিষিদ্ধ এমন দেশ ও রাজ্যে এই সিরাপ পাচার করা হত। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে এই সিরাপ খেয়ে একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি। তদন্তের তথ্য তুলে ধরে যোগী আদিত্যনাথ জানান, ২০১৬ সালে সমাজবাদী পার্টি সরকারই উত্তরপ্রদেশের বড় পাইকারি বিক্রেতাকে লাইসেন্স দিয়েছিল। এসটিএফ তদন্তে দেখা গিয়েছে, লোহিয়া বাহিনীর এক পদাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ লেনদেন চলত। মুখ্যমন্ত্রী সরাসরি অখিলেশ যাদবকে নিশানা করে বলেন, দিল্লিতে একজন আর লখনউতে একজন আছে যারা গুরুত্বপূর্ণ আলোচনার সময় দেশ ছেড়ে পালায়। ‘বাবুয়া’ (অখিলেশ) এখন ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন আর আপনারা এখানে চিৎকার করে মরছেন।
সরকার ইতিমধ্যেই এই বিষয়ে ৭৯টি মামলা নথিভুক্ত করেছে। সামনে এসেছে ২২৫ জন অভিযুক্তের নাম। ১৩৪টি ফার্মে তল্লাশি চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত এই মামলাটিকে এনডিপিএস আইনের অধীনে বিচার করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানান, সমাজবাদী পার্টির ছত্রছায়ায় বেড়ে ওঠা এই মাফিয়াদের শিকড় উপড়ে ফেলতে সরকার বদ্ধপরিকর।