• অনলাইনে প্রতারিত হয়ে সর্বস্বান্ত! ‘আত্মহত্যা’র চেষ্টা পাঞ্জাবের প্রাক্তন আইপিএস অফিসারের
    প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন প্রতারণার শিকার। তাতে খোয়াও গিয়েছে প্রচুর টাকা। তা নিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন পাঞ্জাবের এক প্রাক্তন আইপিএস অফিসার।

    পাঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রাক্তন আইপিএস অফিসার অমরসিং চাহাল পাটিয়ালায় নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছেন। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর বাড়ি থেকে ১৬ পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেই সুইসাইড নোট থেকেই অনলাইন প্রতারণার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ জেনেছে, অনলাইন প্রতারণায় প্রচুর টাকা খুইয়েছেন অমর। তা নিয়ে গত কয়েক দিন ধরেই তিনি মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন। তার পরেই এই ঘটনা। যদিও তাঁর আত্মহত্যার চেষ্টার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    ২০১৫ সালে ফরিদকোটে গুলিচালনার ঘটনায় অমরের নাম জড়িয়েছিল। পরে ২০২৩ সালে ওই ঘটনায় পাঞ্জাব পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। তাতে সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশসিং বাদল, সুখবীরসিং বাদল ছাড়াও বেশ কয়েক জন পুলিশ অফিসারের নাম ছিল। তাঁদেরই একজন অমর।

    অমরের আত্মহত্যার চেষ্টার ঘটনায় স্বাভাবিক ভাবেই আলোড়িত পাঞ্জাব পুলিশ। রাজনৈতিক মহলেও শোরগোল তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)