• দিনভর বঙ্গে কুয়াশার দাপট, বড়দিন থেকে আরও কমবে তাপমাত্রা
    প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: ডিসেম্বরের শেষ সপ্তাহে হাঁকিয়ে ব্যাটিং শীতের। প্রতিদিনই তাপমাত্রার সামান্য হেরফের লেগেই রয়েছে। তার উপর আবার কুয়াশার দাপট। সবমিলিয়ে তীব্র শীতের অনুভূতি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

    হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতা-সহ সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি বজায় থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নিচে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৩ শতাংশ। আগামী কয়েকদিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গও মুখ ঢাকবে ঘন কুয়াশায়। সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

    কলকাতা-সহ উপকূলের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। উপরের পাঁচ জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং মালদহ-সহ নিচের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বড়দিনের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা-সহ গোটা রাজ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার ফলে আরও বাড়তে পারে শীতের আমেজ। 
  • Link to this news (প্রতিদিন)