‘গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে’, বিজেপিকে নিশানা মমতার
প্রতিদিন | ২২ ডিসেম্বর ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসআইআর (SIR in Bengal) শুনানি পর্বে বিএলএ-দের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সভা করলেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মমতা। মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প। নরেন্দ্র মোদি সরকার সেই প্রকল্পের নাম বদল করে দিয়েছে। সেই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতায় বিরোধীরা। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি! মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে! সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করলেন তিনি। “গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।” কটাক্ষ মমতার।
কেন্দ্রের বিজেপি সরকার দেশের ইতিহাস, ঐতিহ্য বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার অভিযোগ করেছেন। কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প ‘মনরেগা’ মহাত্মা গান্ধীর নামে ছিল। সদ্য শেষ হওয়া লোকসভা অধিবেশনে নাম মনরেগা প্রকল্পের নাম বদল করেছে মোদী সরকার। ১০০ দিনের জায়গায় ১২৫ দিন এবার থেকে কাজ হবে, সেই কথাও জানানো হয়েছে। গান্ধীজির নামের প্রকল্প কেন বদল করা হল? সেই বিষয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রকে নিশানা করেছেন।
এদিন মমতা বলেন, “গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।” নাম না করে অমিত শাহকে নিশানা করেছেন তিনি। মমতার কথায়, “এইরকম হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী, দূরাচারী। তিনি কন্ট্রোল করছেন। তিনিই প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছেন।” গলার স্বর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, তাহলে কী হবে বুঝুন।” বাংলার মানুষের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, “আর কত যাবে বাংলার সম্মান? বিশ্বকবি, বিদ্যাসাগর, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে? বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে?”
বিজেপিকে বাংলায় পা রাখতে দেওয়া হবে না। নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে। সেই বার্তাও দিয়েছেন মমতা। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি কর্মীরা পারবে। টাকার কোনও দাম নেই। জীবন দিয়ে যেটা সঞ্চয় করবেন, সেই কর্মের দাম থাকবে।”