• ‘হিন্দু রাষ্ট্রে’ চলবে না ‘সান্টা টুপি’ বেচা! প্যাটি বিক্রেতাকে মারধরের পরে ফের গরিব হকারকে হুমকি, ভাইরাল ভিডিয়ো
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটি বিক্রি করায় ‘অপরাধে’ মারধর করা হয়েছিল আরামবাগের প্যাটি বিক্রেতা শেখ রিয়াজুলকে। যা নিয়ে বাংলায় ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক তরজা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার বড়দিনের আগে সান্টা ক্লজ়ের টুপি বিক্রি করার দায়ে দরিদ্র বিক্রেতাদের হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ উঠল BJP শাসিত ওডিশায়।

    এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। তবে তাতে দেখা যাচ্ছে বড়দিনের আগে ফুটপাথে দাঁড়িয়ে সান্তা ক্লজ়ের টুপি বিক্রি করছেন কিছু ব্যক্তি। একটি সাদা গাড়ি থেকে নেমে কিছু লোক দাবি করছেন, ওডিশা ‘হিন্দু রাষ্ট্র’, সেখানে ‘খ্রিস্টানদের জিনিসপত্র’ বিক্রি করা যাবে না।

    ‘হিন্দু রাষ্ট্র’ দাবি করা ব্যক্তিরা ওই বিক্রেতাদের আরও জিজ্ঞেসা করে, তারা কোথা থেকে এসেছে? তারা কি হিন্দু? বিক্রেতারা তাদের জানান, তাঁরা হিন্দু কিন্তু গরিব মানুষ। বড়দিনের আগে সান্তা ক্লজ়ের টুপির চাহিদা থাকে বলে, সেটাই বিক্রি করে পেট চালানোর চেষ্টা করছেন।

    স্বঘোষিত হিন্দুত্ববাদীদের বলতে শোনা যায়, ‘এটা ভগবান জগন্নাথের দেশ। এখানে শুধু তাঁর শাসনই চলবে। হিন্দু হয়ে তোমরা এটা কী ভাবে করছ? তাড়াতাড়ি সব গুটিয়ে এখান থেকে চলে যাও। যদি কিছু বিক্রি করতেই হয়, তবে ভগবান জগন্নাথের জিনিসপত্র বিক্রি করো।’

    বিক্রেতারা আরও জানান, তাঁরা স্থানীয় বাসিন্দা নন। রাজস্থান থেকে এসেছেন। হিন্দুরাষ্ট্রের সমর্থকরা জানায়, ওডিশায় এসে রাজস্থানের জিনিস বিক্রি করলে তাদের কোনও সমস্যা নেই। তবে খ্রিস্টান ধর্মের সঙ্গে সম্পৃক্ত কোনও জিনিসপত্র বিক্রি করা যাবে না।

    স্বাভাবিক ভাবেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজ়েনরা। বিশেষ করে ওডিশার মতো রাজ্যে এমন ঘটনা ঘটায় অনেকেই বিস্মিত। তবে প্রাথমিক বিস্ময় কাটিয়ে তাঁরা বলছেন, BJP ক্ষমতায় থাকলে এটাই হওয়া স্বাভাবিক। তাঁদের দাবি, ২০২৪ সালে BJP সরকার গঠনের পর থেকে ওডিশায় ডানপন্থী জাতীয়তাবাদ ও উগ্র দেশপ্রেমের উত্থান ঘটেছে। যার ফল এই ঘটনা।

    নেটিজ়েনদের মতে, বিক্রেতারা যে জাতি বা ধর্মেরই হোক না কেন, তারা নিজেদের এবং তাঁদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্যই ওই পণ্যগুলি বিক্রি করছে। এক নেটিজ়েন বলেছেন, ‘রাস্তার গরিব হকারদের উপরে হিন্দুরাষ্ট্রের তেজ না দেখিয়ে, শপিং মল এবং খুচরা বিপণিগুলিতে গিয়ে বড়দিনের জিনিসপত্র বিক্রি বন্ধ করার চেষ্টা করুন দেখি।’

    দ্ব্যর্থহীন ভাষায় নেটিজ়েনরা জানিয়েছেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। জনতা-শাসিত ধর্মতান্ত্রিক রাষ্ট্র নয়। সান্টা ক্লজডে টুপি বিক্রি করার জন্য দরিদ্র মানুষদের হেনস্থা করা অসাংবিধানিক, অনৈতিক এবং অ-ভারতীয়।

  • Link to this news (এই সময়)