• ৭২ ঘণ্টার মধ্যে খুনে অভিযুক্ত BDO প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের
    এই সময় | ২২ ডিসেম্বর ২০২৫
  • সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, খুনের মতো ঘটনায় অভিযুক্তকে জামিন বা আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলি বিবেচনা করা দরকার নিম্ন আদালত সেই সব বিষয় বিবেচনা করেনি। বিচারপতি আরও জানান, গুরুতর অভিযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ অস্বীকার করে জামিন দেওয়া হয়েছে। তাই সেই নির্দেশ খারিজ করা হলো।

    স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় উত্তরবঙ্গের রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আগাম জামিন দিয়েছিল বারাসত আদালত। প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পুলিশ। জাল নথি দিয়ে তিনি নিম্ন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বলেও অভিযোগ ছিল পুলিশের।

    গত ২৯ অক্টোবর নিউ টাউনের একটি জায়গা থেকে উদ্ধার হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার মৃতদেহ। তাঁর পরিবারের অভিযোগ, স্বপনকে অপহরণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মনের। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী আগেই জানিয়েছিলেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিডিও প্রশান্ত।

  • Link to this news (এই সময়)