• বড়দিনে বেশি রাত পর্যন্ত পরিষেবা ব্লু ও গ্রিন লাইনে, প্রথম ও শেষ মেট্রো কখন?
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫ ডিসেম্বর বড়দিনে বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই দিন ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। ওই দিন বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা মেট্রো সূত্রে খবর।

    মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে। গ্রিন লাইনে চলবে মোট ২০১টি মেট্রো। ব্লু লাইনে প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। অন্য দিকে গ্রিন লাইনে ৬ মিনিট অন্তর মিলবে পরিষেবা।

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬.৫৪ মিনিটের বদলে ওই দিন পাওয়া যাবে ৬.৫০এ।

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে।

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে।

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ১০টায়।

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে।

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো মিলবে সকাল ৬টা ৪৫এ।

    দুই দিকেই দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৫৫মিনিটে।

    হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ১৩ মিনিটের বদলে পাওয়া যাবে ১০টা ২০ মিনিটে।

  • Link to this news (এই সময়)