‘এই বাংলাদেশকে আমি চিনতে চাই না’, অশান্ত ও পার বাংলার পরিস্থিতি প্রসঙ্গে কী বললেন মিঠুন চক্রবর্তী?
আনন্দবাজার | ২২ ডিসেম্বর ২০২৫
এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পড়শি দেশ। উত্তপ্ত ও পার বাংলা। রাতের ঘুম উড়েছে বাংলাদেশবাসীদের। প্রভাব পড়েছে দেশের শিল্প-সংস্কৃতিতে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এ পার বাংলার শিল্পীরাও। এই পরিস্থিতিতে অশনি সংকেত দেখছেন দেব। কী বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী?
আনন্দবাজার ডট কমকে অভিনেতা বলেন, “বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এই পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনও আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।”
দেব, কোয়েল মল্লিক থেকে চিরঞ্জিত চক্রবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একই ভাবে চিন্তা প্রকাশ করেছেন। সম্প্রতি দেব এ প্রসঙ্গে বলেছিলেন, “মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চিনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন। আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যাঁরা আছেন তাঁদের ভাল রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয়, আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভাল থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভাল থাকি।”
একই উদ্বেগ বাকিদের কণ্ঠেও। শহরে বড়দিনের আমেজ। ২৫ ডিসেম্বর মুক্তি পাবে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’, দেবের ‘প্রজাপতি ২’ আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’। কিন্তু ছবি মুক্তির আবহেও মন ভাল নেই তারকাদের। প্রত্যেকেই শান্তির বার্তা দিয়েছেন।